শিরোনাম
◈ আগামী নির্বাচনে কেউই একক নয়—জোট-সমীকরণে ব্যস্ত সব রাজনৈতিক দল ◈ চরম সংকটে থাকা যে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে (ভিডিও) ◈ নতুন সভাপতি নিয়োগ ২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে, দেখুন তালিকা ◈ টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ অব্যাহত, সিদ্ধান্তের অপেক্ষায় মেডিক্যাল বোর্ড ◈ এবার মাহাথির মোহাম্মদ পুলিশ রিপোর্ট করলেন অনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে! ◈ সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা ◈ নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার বাজারে ◈ আফ্রিকা হতে পারে বাংলাদেশের পণ্য রপ্তানির হাব ◈ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০২:২৮ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চেক ফুটবল সংস্থার টুইট, ক্রিশ্চিয়ানো রোনালদো সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নন

স্পোর্টস ডেস্ক : [২] কয়েকদিন আগেই ক্লাব ও দেশ মিলিয়ে পেশাদার ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ভেঙেছিলেন জোসেফ বিকানের ৭৫৯ গোলের রেকর্ড। তবে রোনালদোর এই রেকর্ড গড়ার বিষয়টিই মানতে নারাজ চেক প্রজাতন্ত্রের ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের দাবি অনুযায়ী, ৭৫৯টি নয়, বিকানের মোট গোলসংখ্যা ৮২১টি। টুইট করে বিষয়টি জানানো হয়েছে তাদের তরফ থেকে।

[৩] এর আগে গত ২০ জানুয়ারি নাপোলিকে হারিয়ে ফের ইটালিয়ান সুপার কাপ জিতে নেয় জুভেন্টাস। ইটালিয়ান ফুটবলে এটি রোনালদোর চতুর্থ খেতাব। আর এই খেতাব জয়ের ম্যাচেই তিনি অনন্য কীর্তির মালিক হন। ফাইনালে জুভেন্টাসের দুটি গোলের প্রথমটি আসে রোনালদোর পা থেকেই। যা কিনা পেশাদার ফুটবলে ক্রিশ্চিয়ানোর ৭৬০ তম গোল।

[৪] ফিফার হিসেবে এই মুহূর্তে রোনালদোই বিশ্বের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ফিফার হিসেবে বিকান পেশাদার ফুটবলে ৭৫৯টি গোল করেছিলেন। কিছুদিন আগেই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ৭৫৭টি গোলের রেকর্ড ভেঙেছিলেন সিআর সেভেন। পেশাদার গোলের নিরিখে এই মুহূর্তে তৃতীয় স্থানে পেলে। এদিকে, রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। তার গোল সংখ্যা ৭৪২। যদিও মেসি রোনালদোর থেকে প্রায় ২০০টি ম্যাচ কম খেলেছেন।

[৫] কিন্তু রোনালদোর এই রেকর্ড ভাঙার বিষয়টিই মানতে নারাজ চেক প্রজাতন্ত্রের ফুটবল নিয়ামক সংস্থা। টুইটে তারা লেখে, চেক ফুটবল সংস্থার ইতিহাস এবং পরিসংখ্যান কমিটির গণনা অনুযায়ী, কিংবদন্তি জোসেফ বিকানের গোলসংখ্যা ৮২১টি। এরপরই এই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আরেক কিংবদন্তি ফুটবল সম্রাট পেলেও দাবি করেছেন, কেরিয়ারে তিনি ১২৮৩টি গোল করেছেন। ফলে এই নিয়ে বিতর্ক কমার বদলে আরও বাড়ল, এমনটাই মনে করছে ফুটবল মহল। - সংবাদপ্রতিদিন / মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়