দিপু তৌহিদুল : ঢাকা শহরে একজন হকারকে পুর্নবাসন করলে সে যাওয়ার আগে তার ছেলে বা ভাস্তেকে তার পুরাতন জায়গায় বসিয়ে রেখে যাবে। এতে করে আপনাদের পুর্নবাসন প্রক্রিয়া আজীবন চলমান থাকবে। ঠিক তেমনি ভূমিহীনদের ভূমি দিতে থাকলে একটা সময় বঙ্গোপসাগর সেঁচে জমি বের করে নিতে হবে। ঢাকা শহরের হকারস পুর্নবাসনের নামে করা মার্কেটগুলোতে ভিজিট করে বলুন তাদের কয়জন আসল হকার ছিলো। পুর্নবাসন অবশ্যই ভালো প্রক্রিয়া, কিন্তু সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে নেগেটিভ ওয়ার্ক, কারণ আমাদের দেশের নাগরিক হতে প্রশাসন সব ক্ষেত্রেই দুর্নীতি। এমন অরাজকতা পূর্ণ দেশে এসব কাজ মূলত দলীয় এবং রাজনৈতিক মদদ পুষ্ট শ্রেণির জন্য আশীর্বাদ ছাড়া কিছুই না। আবারও বলছি নাগরিক হিসেবে আমরা অতি অবশ্যই খুব নিম্ন চিন্তার ধারক। ফেসবুক থেকে