শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০৭:১৭ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিশরের বিপ্লবের নেতারা কে, কোথায় ?

ডয়চে ভেলে : ২০১১ সালের ২৫ জানুয়ারি মিশরে বিপ্লব শুরু হয়েছিল৷ ১৭ দিন পর ১১ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট হোসনি মুবারকের পদত্যাগের মধ্য দিয়ে বিপ্লব শেষ হয়৷ বিপ্লব আয়োজনের নেতারা কে, কোথায় আছেন?


ওয়ায়েল গোনিম

পুলিশের নির্যাতনে ব্লগার খালেদ সায়িদের মৃত্যুর প্রতিবাদে ফেসবুকে ‘আমরা সবাই খালেদ সায়িদ’ নামে একটি পাতা খুলেছিলেন তিনি৷ তখন দুবাইয়ে থাকতেন গোনিম৷ সায়িদকে চিনতেন তিনি৷ গোনিমের খোলা ফেসবুক পাতা মিশরে ২০১১ সালের ২৫ জানুয়ারি শুরু হওয়া বিপ্লব আয়োজনে ভূমিকা রেখেছিল৷ ৪০ বছর বয়সি গোনিম এখন যুক্তরাষ্ট্রের থাকেন৷ মিশরের বর্তমান অবস্থা নিয়ে অনলাইনে তার লেখা পড়ে এখন তাকে হতাশ ও স্বপ্নভঙ্গ হয়েছে বলে মনে হয়৷


মহিনুর এল-মাসরি

মানবাধিকার নিয়ে কাজ করা আইনজীবী এল-মাসরি ব্লগার সায়িদের মৃত্যুতে প্রতিবাদ শুরু করা ব্যক্তিদের মধ্যে একজন৷ ৩৫ বছর বয়সি এল-মাসরি বেশ কয়েকবার জেল খেটেছেন৷ ২০১৯ সালে বন্দিদের রক্ষা করতে সরকারি কৌঁসুলির কার্যালয়ে গেলে তাকে আবার গ্রেপ্তার করা হয়৷ এখনো তিনি জেলে আছেন৷ তার মামলার শুনানি হচ্ছে না৷


আলা আবদেল-ফাত্তাহ
বিপ্লবের শুরু থেকেই সক্রিয় ছিলেন তিনি৷ এ কারণে বেশ কয়েকবার জেল খাটতে হয়েছে তাকে৷ পাঁচ বছর কারাগারে থাকার পর ২০১৯ সালের মার্চে মুক্তি পেয়েছিলেন তিনি৷ তবে এর ছয়মাস পর আবারো তাকে গ্রেপ্তার করা হয়৷ এখনো তিনি জেলে আছেন৷


আহমেদ মাহের

২০০৮ সালের ৬ এপ্রিল মিশরের এল-মহাল্লা এল-কুবরা শিল্পনগরীর শ্রমিকরা একটি প্রতিবাদের ডাক দিয়েছিলেন৷ তাদের সমর্থনে ফেসবুকে প্রতিবাদ আয়োজন করেছিলেন মাহেরসহ কয়েকজন৷ এই আন্দোলন ২০১১ সালের আন্দোলন আয়োজনে সহায়তা করেছিল৷ বেশ কয়েকবার জেল খাটা ৪০ বছর বয়সি মাহের ২০১৭ সালে মুক্তি পান৷


এসরা আবদেল-ফাত্তাহ

বিপ্লব চলাকালীন সরাসরি সম্প্রচার করার কারণে তিনি ‘ফেসবুক গার্ল’ নামে পরিচিতি পেয়েছিলেন৷ ২০১১ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্যও তিনি মনোনীত হয়েছিলেন৷ তাকে বেশ কয়েকবার আটক করা হয়েছে৷ সবশেষ ২০১৯ সালের অক্টোবরে তাকে আটক করা হয়৷ এখনও তিনি কারাগারে আছেন৷


আহমেদ দুমা

মিশরের প্রতিটি সরকারের আমলে তিনি আটক হয়েছেন৷ ২০১১ বিপ্লবের শুরুর প্রতিবাদকারীদের মধ্যে দুমা একজন৷ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে বল প্রয়োগ করার দায়ে ২০১৯ সালে তাকে ১৫ বছরের জেল দেয়া হয়৷ এছাড়া দুই কোটি ৮৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে৷ ৩২ বছর বয়সি দুমা এখনও কারাগারে আছেন৷


আসমা মাহফুজ

২৫ জানুয়ারির প্রতিবাদের সপ্তাহখানেক আগে সবাইকে বিক্ষোভে অংশ নেয়ার আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন তিনি৷ তার এই ভিডিও অনেককে প্রতিবাদে অংশ নিয়ে উৎসাহ দেয়৷ মাহফুজকে কখনও গ্রেপ্তার করা না হলেও মিশরের বাইরে ভ্রমণ করার বিষয়ে তার উপর নিষেধাজ্ঞা জারি করা আছে৷ ৩৫ বছর বয়সি এই একক মা এখন তার দুই সন্তান লালনপালন নিয়ে ব্যস্ত আছেন৷ রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে আছেন তিনি৷


মোহাম্মদ আল বারাদেই

৭৮ বছর বয়সি এই কূটনীতিক পেশাজীবনের বেশিরভাগ সময়ই দেশের বাইরে কাটিয়েছেন৷ তবে ২০১১ সালের ২৫ জানুয়ারি বিপ্লব শুরুর দুইদিন পর তিনি দেশে ফিরেছিলেন৷ ২০১৩ সালে তিনি অন্তর্বতী ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছিলেন৷ তবে একমাস পর ৫০০-র বেশি মুরসি সমর্থককে হত্যার ঘটনায় পদত্যাগ করেন৷ এরপর তিনি অস্ট্রিয়ার ভিয়েনায় চলে যান৷ এখন তিনি সেখানেই আছেন৷ গ্রন্থনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়