মহসীন কবির ও শাহীন খন্দকার: [২] গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪৭৩ জন। দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন পাঁচ লাখ ৩১ হাজার ৭৯৯ জন। করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন। সরকারি হিসাবে করোনাতে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৮ হাজার ২৩ জন।
[৩] গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫১৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৭৬ হাজার ৪১৩ জন। রোববার করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়। গত ২৪ ঘণ্টায় করোনাতে শনাক্তের হার তিন দশমিক ৩৪ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৯৬ শতাংশ।
[৪] শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫১ শতাংশ। অধিদফতর জানায় গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৪৭৮টি এবং নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৬৯টি। এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৫ লাখ ৫৫ হাজার ৫৫৮টি।
[৫] এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৭ লাখ ৮৬ হাজার ৬৮২টি। বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে সাত লাখ ৬৮ হাজার ৮৭৬টি। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে পুরুষ ১৬ জন আর নারী চার জন। এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন ছয় হাজার ৮০ জন আর নারী মারা গেলেন এক হাজার ৯৪৩ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৫ দশমিক ৭৮ শতাংশ আর নারী ২৪ দশমিক ২২ শতাংশ।
[৬] তাদের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব রয়েছেন ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন একজন আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন একজন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন।
[৭] তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১২ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচ জন, রাজশাহী বিভাগের দুই জন আর খুলনা বিভাগের আছেন একজন। ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৫১৪ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ২৯২ জন, চট্টগ্রাম বিভাগের ৩৫ জন, রংপুর বিভাগের ৪২ জন, খুলনা বিভাগের ২১ জন, বরিশাল বিভাগের ১২ জন, রাজশাহী বিভাগের ৫৪ জন, সিলেট বিভাগের ১১ জন এবং ময়মনসিংহ বিভাগের আছেন ৪৭ জন।
[৮] গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৩৭৯ জন এবং ছাড়া পেয়েছেন ৬৯১ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ছয় লাখ ১৫ হাজার ৭০২ জন এবং ছাড় পেয়েছেন পাঁচ লাখ ৮০ হাজার ১৬৮ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৫ হাজার ৫৩৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে আছেন ৭২ জন আর ছাড় পেয়েছেন ৯৪ জন। এখন পর্যন্ত মোট আইসোলেশনে যুক্ত হয়েছেন ৯৮ হাজার ৬৭০ জন এবং ছাড়া পেয়েছেন ৮৭ হাজার ৯৩০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১০ হাজার ৭৪০ জন।