মহসীন কবির ও সমীরণ রায়: [২] ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আরও বলেন, করোনা টিকা নিয়ে কেউ গুজবে কান দেবেন না। অনেকেই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব টিকা পৌঁছে গেছে। সবাই নির্ভয়ে করোনা টিকা নেব। কেউ বিভ্রান্তি ছড়াবেন না। এই টিকার তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। হয়তো একটু গা গরম হবে। বাকি সময়টা নিরাপদে থাকতে হলে করোনা টিকা নিতে হবে।
[৩] আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভুলে গেলে চলবে না যে ১/১১ ও ’৭৫ আর আসবে না। ষড়যন্ত্রকারীরা সবসময় ষড়যন্ত্র করে যাবে। আমাদের শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। দলের মধ্যে কেউ শৃঙ্খলা মানবে না, এটা হবে না। আওয়ামী লীগ শৃঙ্খলাবদ্ধ, শক্তিশালী থাকলে যেকোনো ক্রান্তিলগ্নে মাথা উচু করে দাঁড়াতে পারব। শেখ হাসিনার নেতৃত্বে পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে যেতে পারব।
[৪] ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত এম এ আজিজ সম্পর্কে তাপস বলেন, গাজী গোলাম মোস্তফা, মুসা সাহেব, সাবেক মেয়র মোহাম্মদ হানিফ সবাইকে শ্রদ্ধা জানাব ও স্মরণ করব। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। যেভাবে হানিফ চাচা করেছিলেন। তিনি সিটি করপোরেশনের মেয়র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃত্বও দিয়েছেন। এম এ আজি একজন সাহসী ও নির্লোভী নেতা ছিলেন। তিনি কখনও চাওয়া-পাওয়ার চিন্তা করেননি। তাকে অনুকরণ ও অনুসরণ করে যেন শিক্ষা নেই।
[৫] শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এম এ আজিজ স্মরণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।