শিরোনাম
◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় জোট শরিকরা ◈ পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০৫:১২ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মালখানা থেকে উধাও হওয়া অটো জুস তৈরির মেশিন ভৌতিকভাবে উদ্ধার

সাবেত আহমেদ: গোপালগঞ্জের কাশিয়ানীতে মোবাইল কোর্টে জব্দকৃত একটি অটো জুস্ মেকার মেশিন মালখানা থেকে উধাও হওয়ার প্রায় দেড় বছর পর ভৌতিকভাবে সেটি উদ্ধার হয়েছে। কাশিয়ানী উপজেলা অফিসের অফিস-সহকারি (নাজির) এস এম আবু হোসেন এ ঘটনায় সম্পৃক্ত বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, ২০১৯ সালের ১ জুলাই কাশিয়ানীর তৎকালীন উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট বরাশুর গ্রামে আব্দুল্লাহ আইচ ফ্যাক্টরীতে অভিযান চালায়। তখন বেশকিছু বোতলজাত নকল জুস ও চানাচুরসহ ওই জুস্ মেকার মেশিনটি জব্দ করে মালখানায় রাখা হয়। কিছুদিন পর অফিস-সহকারি (নাজির) এস এম আবু হোসেন গোপনে মালখানা থেকে মেশিনটি বের করে অবৈধ ব্যবসা করছিলেন। সম্প্রতি বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।

গত ১৮ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা মালখানার পাশ থেকে দু’শ্রমিককে সন্দেহবশত: আটক করে। পরে পিআইও অফিসের কর্মচারী (মাষ্টাররোল) রেজাউল লিখিত দিয়ে তাদের ছাড়িয়ে নেয়। জানা যায়, একটি মেশিন মালখানায় ঢোকানোর জন্য তাদেরকে ডেকে আনা হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে ওই শ্রমিকরা সাংবাদিকদের জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে রাতে ব্যর্থ হয়ে সকাল সাড়ে ৭টার দিকে আবু হোসেন এবং রেজাউল সহ উপজেলা কার্যালয়ের ৫-৬ জন কর্মচারি মিলে বিশালাকৃতির ভারী ওই মেশিনটি মালখানায় রাখেন।
মালখানার দায়িত্বে থাকা অফিস-সহকারি (নাজির) এস এম আবু হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। এদিকে ঘটনাটি জানাজানির পর থেকে রেজাউলকে খুঁজে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্রনাথ রায় বলেন, ইতোমধ্যে আবু হোসেনকে মালখানার দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। আরও কেউ এঘটনায় জড়িত থাকলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়