শিরোনাম
◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা ◈ ইটস ভেরি অর্গানাইজড পার্টি, এবার জামায়াতকে নিয়ে যে মন্তব্য করলেন রুমিন ফারহানা!(ভিডিও) ◈ বাংলাদেশের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ইতালীয় কোম্পানি এমএসসির ◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০৫:১২ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মালখানা থেকে উধাও হওয়া অটো জুস তৈরির মেশিন ভৌতিকভাবে উদ্ধার

সাবেত আহমেদ: গোপালগঞ্জের কাশিয়ানীতে মোবাইল কোর্টে জব্দকৃত একটি অটো জুস্ মেকার মেশিন মালখানা থেকে উধাও হওয়ার প্রায় দেড় বছর পর ভৌতিকভাবে সেটি উদ্ধার হয়েছে। কাশিয়ানী উপজেলা অফিসের অফিস-সহকারি (নাজির) এস এম আবু হোসেন এ ঘটনায় সম্পৃক্ত বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, ২০১৯ সালের ১ জুলাই কাশিয়ানীর তৎকালীন উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট বরাশুর গ্রামে আব্দুল্লাহ আইচ ফ্যাক্টরীতে অভিযান চালায়। তখন বেশকিছু বোতলজাত নকল জুস ও চানাচুরসহ ওই জুস্ মেকার মেশিনটি জব্দ করে মালখানায় রাখা হয়। কিছুদিন পর অফিস-সহকারি (নাজির) এস এম আবু হোসেন গোপনে মালখানা থেকে মেশিনটি বের করে অবৈধ ব্যবসা করছিলেন। সম্প্রতি বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।

গত ১৮ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা মালখানার পাশ থেকে দু’শ্রমিককে সন্দেহবশত: আটক করে। পরে পিআইও অফিসের কর্মচারী (মাষ্টাররোল) রেজাউল লিখিত দিয়ে তাদের ছাড়িয়ে নেয়। জানা যায়, একটি মেশিন মালখানায় ঢোকানোর জন্য তাদেরকে ডেকে আনা হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে ওই শ্রমিকরা সাংবাদিকদের জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে রাতে ব্যর্থ হয়ে সকাল সাড়ে ৭টার দিকে আবু হোসেন এবং রেজাউল সহ উপজেলা কার্যালয়ের ৫-৬ জন কর্মচারি মিলে বিশালাকৃতির ভারী ওই মেশিনটি মালখানায় রাখেন।
মালখানার দায়িত্বে থাকা অফিস-সহকারি (নাজির) এস এম আবু হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। এদিকে ঘটনাটি জানাজানির পর থেকে রেজাউলকে খুঁজে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্রনাথ রায় বলেন, ইতোমধ্যে আবু হোসেনকে মালখানার দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। আরও কেউ এঘটনায় জড়িত থাকলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়