শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০১:০৮ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে টিকা উৎপাদন ও পরীক্ষা করার প্রস্তাব চীনা কোম্পানি ঝিফেই’র

শিমুল মাহমুদ: [২] স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে, চীনের আনহুই ঝিফেই লংকম বায়োফার্মাসিউটিক্যালস বাংলাদেশে চীনা দূতাবাসের মাধ্যমে গত ১০ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ে টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আবেদন করেছে। জানুয়ারির প্রথম সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রণালয় সেই আবেদন স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছে।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানান, তাদের আবেদনের প্রেক্ষিতে কয়েকটি বিষয় জানতে চেয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে ঝিফেইকে চিঠি দেওয়া হয়েছে। তারা এটা কবে থেকে শুরু করতে পারবে, আর কোনো দেশে ট্রায়াল করেছে কি না, ক্লিনিক্যাল ট্রায়াল করার পর তারা আমাদের কতগুলো টিকা দেবে, যদি সত্যি সত্যি কাজ করে তাহলে এর প্রযুক্তি আমাদের দেশে ট্রান্সফার করবে কি না, ট্রায়াল করতে কতদিন লাগবে, কতগুলো লোকের ওপর ট্রায়াল করবে- এসব বিশদ জানতে চেয়েছি।

[৪] তিনি জানান, চীনা প্রতিষ্ঠানটি এরইমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন-সিআরও নিয়োগ করেছে। ইতোমধ্যে বিএসএমএমইউর সঙ্গে তাদের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

সূত্র জানায়, টিকা নিয়ে আলোচনার জন্য আনুই জিফেইর প্রেসিডেন্ট পু জিয়াং শনিবার ঢাকা আসতে পারেন। তিনি সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করবেন। বাংলাদেশ সরকার অনুমোদন দিলে তারা এখানে টিকা উৎপাদন করবেন। এ টিকার বড় একটি অংশ দেশের দরিদ্র মানুষকে উপহার দেওয়া হবে। মুজিববর্ষ উপলক্ষে এ টিকা উপহার দিতে চায় প্রতিষ্ঠানটি।
চীনা প্রতিষ্ঠান আনুই জিফেই এরই মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, চীন ও ইকুয়েডরে টিকার ট্রায়াল দিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়