শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০১:০৮ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে টিকা উৎপাদন ও পরীক্ষা করার প্রস্তাব চীনা কোম্পানি ঝিফেই’র

শিমুল মাহমুদ: [২] স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে, চীনের আনহুই ঝিফেই লংকম বায়োফার্মাসিউটিক্যালস বাংলাদেশে চীনা দূতাবাসের মাধ্যমে গত ১০ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ে টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আবেদন করেছে। জানুয়ারির প্রথম সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রণালয় সেই আবেদন স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছে।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানান, তাদের আবেদনের প্রেক্ষিতে কয়েকটি বিষয় জানতে চেয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে ঝিফেইকে চিঠি দেওয়া হয়েছে। তারা এটা কবে থেকে শুরু করতে পারবে, আর কোনো দেশে ট্রায়াল করেছে কি না, ক্লিনিক্যাল ট্রায়াল করার পর তারা আমাদের কতগুলো টিকা দেবে, যদি সত্যি সত্যি কাজ করে তাহলে এর প্রযুক্তি আমাদের দেশে ট্রান্সফার করবে কি না, ট্রায়াল করতে কতদিন লাগবে, কতগুলো লোকের ওপর ট্রায়াল করবে- এসব বিশদ জানতে চেয়েছি।

[৪] তিনি জানান, চীনা প্রতিষ্ঠানটি এরইমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন-সিআরও নিয়োগ করেছে। ইতোমধ্যে বিএসএমএমইউর সঙ্গে তাদের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

সূত্র জানায়, টিকা নিয়ে আলোচনার জন্য আনুই জিফেইর প্রেসিডেন্ট পু জিয়াং শনিবার ঢাকা আসতে পারেন। তিনি সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করবেন। বাংলাদেশ সরকার অনুমোদন দিলে তারা এখানে টিকা উৎপাদন করবেন। এ টিকার বড় একটি অংশ দেশের দরিদ্র মানুষকে উপহার দেওয়া হবে। মুজিববর্ষ উপলক্ষে এ টিকা উপহার দিতে চায় প্রতিষ্ঠানটি।
চীনা প্রতিষ্ঠান আনুই জিফেই এরই মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, চীন ও ইকুয়েডরে টিকার ট্রায়াল দিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়