স্পোর্টস ডেস্ক : [২] স্প্যানিশ সুপারকোপার সেমিফাইনাল থেকে বিদায়। এরপর কোপা দেল রের প্রথম রাউন্ড থেকেই বিদায়। তাও এমন একটি দলের বিপক্ষে যারা খেলে তৃতীয় স্তরে। তার উপর আবার প্রতিপক্ষ যখন জয়সূচক গোল করে তখন ১০ জনে পরিণত হয়েছিল দলটি। সেই দলের কাছে হেরে প্রথম রাউন্ডেই কোপা দেল রে থেকে বিদায় নিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তাতে এটাই স্পষ্ট কতোটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দলটি। আর তাতে কোচ জিনেদিন জিদানের বিদায় ঘণ্টা যেন বেজেই উঠল প্রায়।
[৩] তৃতীয় সারির এমন দলের বিপক্ষে হারার পর জিদানের পারফরম্যান্স নিয়ে চলছে নানা কাঁটাছেঁড়া। তবে এ সকল ব্যাপারকে স্বাভাবিক বলছেন এ ফরাসি কোচ। আগামী কয়েক সপ্তাহে কি হয় তার দিকে তাকিয়ে আছেন তিনি। জিদান বলেন, হারার পর নানা কথা উঠবেই। আমি শান্ত রয়েছি। আমার মনে হয় খেলোয়াড়রাও জিততে চায় যখন তারা মাঠে থাকে। দেখা যাক সামনের কয়েক সপ্তাহের কি হয়।
[৪] আর হারের দায় সম্পূর্ণ নিজেই নিচ্ছেন জিদান, তিনি বলেন, আমার মনে হয় একজন কোচ হিসেবে এটা আমার দায়িত্ব। এটা ফুটবল। আপনাকে সুযোগগুলো নিতে হবে। বল নিজে নিজে (বারপোস্টের) ভেতরে যেতে চাইবে না এবং এখন... ভালো, আমরা বিদায় নিয়েছি। - মার্কা / ডেইলি স্টার