শিরোনাম
◈ ষড়যন্ত্রকারীদের হিসাব পাল্টে যাবে যদি বিএনপি রাজপথে নামে: ফখরুলের সতর্কবার্তা ◈ এনসিপির মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার, মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ছাড় ◈ অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন ◈ জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ◈ প্রার্থী ঘোষণা করায় চাঙ্গা বিএনপির তৃণমূল ◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার ◈ ফের বেড়েছে সোনা-রুপার দাম, দেশে ভরি কত?

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ১১:২২ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতঙ্কিত হবেন না, সবাই টিকা পাবেন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, করোনাভাইরাসের টিকা পাওয়া নিয়ে কারও আতঙ্কিত হওয়া উচিত নয়। যারাই টিকা চান, তারাই পাবেন। ডব্লিউএইচওর সহকারী মহাপরিচালক মারিয়াঞ্জেলা সিমাও বলেন, সারা বিশ্বের মানুষ যাতে করোনাভাইরাসের টিকা পায়, তা নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি কাজ করছে।

সবার টিকা পাওয়া প্রসঙ্গে ডব্লিউএইচওর শীর্ষস্থানীয় এই কর্মকর্তা বলেন, 'কারও আতঙ্কিত হওয়ার দরকার নেই। কারণ, আপনি টিকা পেতে যাচ্ছেন।' বুধবার ডব্লিউএইচওর সামাজিক মাধ্যমের এক লাইভ অনুষ্ঠানে সিমাও

বলেন, সব দেশ, সব মানুষের টিকা পাওয়ার যে সুযোগ রয়েছে, তা নিশ্চিত করার জন্য তারা কঠোর পরিশ্রম করে চলছেন।

ডব্লিউএইচওর সহকারী মহাপরিচালক জানান, বিশ্বের প্রায় ৫০টি দেশ করোনার টিকাদান কার্যক্রম শুরু করেছে। সেগুলোর মধ্যে ৪০টির বেশি উচ্চ আয়ের দেশ রয়েছে। ধনী-গরিব দেশ নির্বিশেষে করোনার টিকার ন্যায্য বণ্টন নিশ্চিত করতে কোভ্যাক্স নামের বৈশ্বিক উদ্যোগে যৌথ নেতৃত্ব দিচ্ছে ডব্লিউএইচও। কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে আগামী মাসে টিকার সরবরাহ শুরু হতে পারে। বিশ্বের ১৮০টির বেশি দেশ ইতোমধ্যে কোভ্যাক্স উদ্যোগে যুক্ত হয়েছে।

করোনার ২০০ কোটি ডোজ টিকা পেতে পাঁচটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে কোভ্যাক্সের চুক্তি হয়েছে। এ উদ্যোগে যুক্ত প্রতিটি দেশের ২০ শতাংশ মানুষের জন্য চলতি বছরের মধ্যে টিকা সরবরাহ করতে চায় কোভ্যাক্স।

এদিকে কোভ্যাক্সে যুক্ত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফসি। বাইডেন দায়িত্ব নিয়েই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিরেছেন। তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প এ সংস্থাটি থেকে তার দেশকে বের করে নিয়েছিলেন। সূত্র :রয়টার্স ও সিএনবিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়