শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ১১:২২ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাটহাজারীতে রেলওয়ে জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন উপজেলা প্রশাসন

মোহাম্মদ হোসেন: [২] চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট রেল লাইনের পার্শ্বে বাংলাদেশ
রেলওয়ের মালিকানাধীন ২নং খতিয়ানের পূর্ব মন্দাকিনী মৌজার ৫২ শতক জমি দখলমুক্ত করেন উপজেলা প্রশাসন।

[৩] বৃহস্পতিবার(২১ জানুয়ারি) সকালে প্রায় তিন ঘণ্টা অভিযান পরিচালনা করে ভেঙে ফেলা হয় বিভিন্ন স্থাপনা। জনৈক সিরাজুল ইসলাম কর্তৃক রেলওয়ে থেকে ৩০ শতক জমি লিজ নিয়ে অবৈধভাবে দখল করে রেখেছেন।অভিযানে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন ও সহকারী কমিশনার(ভুমি) শরীফ উল্যাহ।

[৪] ইউএনও বলেন, রেলওয়ে বিশাল মূল্যবান জমি গুলো অবৈধ ভাবে দখলে রেখেছে
এক ব্যক্তি। ২১ শতক জমিতে ১৭টি সেমিপাকা ঘর এবং ২টি দোকান নির্মাণ করেন তিনি। এ সব দোকান থেকে আয় করেন বিশাল একটা অর্থ।প্রতিটি ঘর ৩০০০/৪০০০ টাকা করে প্রতিমাসে ভাড়া দিয়েছেন। কৃষি কাজের জন্য তিনি ৩০ শতক জমি লিজ নিলেও বাস্তবে তা কৃষি জমি নয়। ৩০ শতক জমি লিজ নিয়ে দখল করেছেন ৫১ শতক।

[৫] কাগজ পর্যালোচনায় দেখা যায়, তিনি ১৪২৬ বাংলা সন পর্যন্ত কৃষি কাজের জন্য লিজ নিয়েছেন।

[৬] বাংলাদেশ রেলওয়ে ভূ-সম্পত্তি ব্যস্থাপনা নীতিমালা-২০২০ এর ৩০ ধারায় বলা আছে চাষযোগ্য কৃষি ভূমি ২ বছরের জন্য লাইসেন্স প্রদান করা যাবে।  নীতিমালায় আবাসিক ঘর নির্মাণ নিষেধ থাকলেও ১৭টি ঘর ও দুইটি দোকান নির্মাণ করেছেন। দোতলা ফাউন্ডেশন দিয়ে স্থায়ী স্থাপনা অর্থাৎ দোতলা ভবন নির্মাণ করেছেন এরকম স্থাপনা নির্মাণ বিস্ময়কর। সুউচ্চ সীমানা প্রাচীর নির্মাণ করেছেন। খাল দখল করে বায়োগ্যাস প্লান্ট নির্মাণ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়