ইসমাঈল ইমু: [২] গত মঙ্গলবার পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি সেনা জোনের আওতাধীন ইন্দ্রসিংপাড়া সেনা ক্যাম্পের নিকটবর্তী ডানের বানরকাটা এলাকায় সেনাবাহিনী এবং র্যাব এর যৌথ অভিযানে প্রক্রিয়াজাতকৃত ৮০ টি গাঁজার বস্তা এবং ৫০০ কেজি ছড়িয়ে ছিটিয়ে থাকা গাঁজাসহ প্রায় ১৭শ কেজি গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়।
[৩] এসময় শান্তু চাকমা নামে একজন গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। অভিযান শেষে ফেরার পথে আরো প্রায় ৩০ শতক জমির চাষকৃত গাঁজার ক্ষেত ধ্বংস করা হয়। ধারণা করা হয় যে, দুর্গম পাহাড়ী এলাকায় এসকল অবৈধ গাঁজা চাষাবাদ স্বশস্ত্র সন্ত্রাসীদের অর্থের অন্যতম উৎস হিসেবে ব্যবহৃত হয়।
[৪] এ সকল দুর্গম এলাকায় গাঁজার চাষ বন্ধ করতে যৌথবাহিনীর চলমান অভিযান আরো জোরদার করা হয়েছে। পাহাড়ে স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মানুষ।