শিরোনাম
◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও) ◈ তফসিলের ২ বিষয়ে সংশোধনী এনে ইসির প্রজ্ঞাপন ◈ হাদি হত্যার বিচার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, আজকের মতো শাহবাগ কর্মসূচি স্থগিত (ভিডিও) ◈ প্রথম আলো, ডেইলি স্টার অবশ্যই বন্ধ করতে হবে: রাকসুর ভিপি ◈ ওসমান হাদির লড়াইটা যেন আমরা পরিপূর্ণ করতে পারি: আখতার হোসেন ◈ শাহরুখ খান ও জুহি চাওলার মোহভঙ্গ! আইপিএলের আগেই বদল হচ্ছে কলকাতা নাইটরাইডা‌র্সের মালিকানায়? ◈ ‌গৌতম গম্ভীর ভারতের কোচ হতে পারে না, কলকাতায় এসে বল‌লেন কপিল দেব  ◈ জাতীয় কবি নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হাদি ◈ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০১:৫৭ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় মোটরসাইকেল চুরির ঘটনায় গ্রেফতার ১

বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরায় মোটরসাইকেল চুরি করার সময় মো. জহিরুল ইসলাম আজাদ (২৪) নামে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় ওই চোর চক্রের অজ্ঞাত আরও দুই সদস্য মোটরসাইকেলটি (সুজুকি জিক্সার-১৫০ সিসি ঢাকা মেট্রো ল- ৫০-১৩৩৬) নিয়ে দ্রুত পালিয়ে যায়। গত মঙ্গলবার রাত ৩ টার দিকে ডগাইর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] এ বিষয়ে মঙ্গলবার দিনগত রাতে আটক জহিরুল ইসলামসহ অজ্ঞাত ওই দুই চোরের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন মোটরসাইকেলটির মালিক ওমর ফারুক। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে জহিরুলকে বুধবার আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। জহিরুল মাদারীপুরের সদর থানার আদমপুর গ্রামের মৃত আতিকুর রহমানের ছেলে। সে ডেমরার ডগাইর পশ্চিমপাড়া এলাকাতেই বসবাস করতো।

[৪] বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার এসআই মো. রফিকুল ইসলাম বলেন, গত সোমবার রাত ১১ টার দিকে মোটরসাইকেযোগে পরিবারসহ শ্বশুর বাড়ীতে বেড়াতে আসেন ওমর ফারুক। ওই বাড়ীর নিচ তলার গ্যারেজে মোটরসাইকেলটি রেখে দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়েন সবাই।

[৫] কিছুক্ষণের মধ্যেই শব্দ পেয়ে ওমর ফারুক নিচে এসে দেখেন তিনজন লোক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে এসময় ডাক চিৎকার করলে পিছন থেকে জহিরুল ইসলাম পড়ে যায় এসময় তাকে আটক করে পুলিশে হস্তান্তর করলেও দুজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তদন্ত সাপেক্ষে ডেমরায় মোটরসাইকেল চোর চক্রের সকল সদস্যকে দ্রুত গ্রেফতার করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়