শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০১:৫৭ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় মোটরসাইকেল চুরির ঘটনায় গ্রেফতার ১

বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরায় মোটরসাইকেল চুরি করার সময় মো. জহিরুল ইসলাম আজাদ (২৪) নামে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় ওই চোর চক্রের অজ্ঞাত আরও দুই সদস্য মোটরসাইকেলটি (সুজুকি জিক্সার-১৫০ সিসি ঢাকা মেট্রো ল- ৫০-১৩৩৬) নিয়ে দ্রুত পালিয়ে যায়। গত মঙ্গলবার রাত ৩ টার দিকে ডগাইর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] এ বিষয়ে মঙ্গলবার দিনগত রাতে আটক জহিরুল ইসলামসহ অজ্ঞাত ওই দুই চোরের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন মোটরসাইকেলটির মালিক ওমর ফারুক। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে জহিরুলকে বুধবার আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। জহিরুল মাদারীপুরের সদর থানার আদমপুর গ্রামের মৃত আতিকুর রহমানের ছেলে। সে ডেমরার ডগাইর পশ্চিমপাড়া এলাকাতেই বসবাস করতো।

[৪] বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার এসআই মো. রফিকুল ইসলাম বলেন, গত সোমবার রাত ১১ টার দিকে মোটরসাইকেযোগে পরিবারসহ শ্বশুর বাড়ীতে বেড়াতে আসেন ওমর ফারুক। ওই বাড়ীর নিচ তলার গ্যারেজে মোটরসাইকেলটি রেখে দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়েন সবাই।

[৫] কিছুক্ষণের মধ্যেই শব্দ পেয়ে ওমর ফারুক নিচে এসে দেখেন তিনজন লোক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে এসময় ডাক চিৎকার করলে পিছন থেকে জহিরুল ইসলাম পড়ে যায় এসময় তাকে আটক করে পুলিশে হস্তান্তর করলেও দুজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তদন্ত সাপেক্ষে ডেমরায় মোটরসাইকেল চোর চক্রের সকল সদস্যকে দ্রুত গ্রেফতার করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়