শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০৯:৫৯ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় বিয়ে করে বাড়ি ফেরার পথে ডাকাতদের কবলে বরযাত্রী, টাকা ও স্বর্ণালংকার লুট

ইমদাদুল হক: [২] সাভারের আশুলিয়া বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ডাকাতের কবলে পড়ে নগদ অর্থসহ স্বর্ণালংকার হাড়িয়েছে পাত্রপক্ষ।

[৩] বিষয়টি নিয়ে আশুলিয়া থানায় মৌখিক ভাবে অভিযোগ করা হয়েছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দাযের করছেন ভুক্তভোগীরা।

[৪] মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসাআই) ছামিউল ইসলাম।

[৫] এর আগে, সোমবার (১৮ জানুয়ারি) রাত ২ টার দিকে জিরানী-আমতলা-ধামরাই সড়কের রাঙ্গামাটি ব্রীজের এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী উত্তম গাঙ্গুলী জানায়, আশুলিয়ার শিমুলিয়ার কাইলকাপুর এলাকা থেকে বিয়ে শেষে জিরানী-আমতলা-ধামরাই সড়ক দিয়ে তারা একটি মাইক্রোবাস ধামরাইয়ের বাড়িতে যাচ্ছিলো।

[৬] এসময় সোমবার দিবাগত রাত দুই টার দিকে অন্তত ১৫ জনের একটি ডাকাত দল রাঙ্গামাটি এলাকার ব্রীজের সামনে ট্রাক রাস্তার মাঝখানে রেখে অবস্থান নিয়ে বেরিগেড দিয়ে মাইক্রোবাস থামিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার। ডাকাতেরা তাঁদের কাছ থেকে নগদ প্রায় এক লাখ টাকা, সাত ভরি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। একই সময় আরও কয়েকটি যানবাহন থেকে টাকা ও মালামাল ছিনিয়ে নেয় ডাকাতেরা।

[৭] জানতে চাইলে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তাদের (ভুক্তোভোগী) ডাকা হয়েছে। তথ্য ও প্রমাণের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের আটক করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়