শিরোনাম
◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে ◈ ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম: ড. ইউনূসকে সরকারপ্রধানের প্রস্তাব, মিডিয়া নিয়ন্ত্রণের সমালোচনা ◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ 

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০৯:৫৯ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় বিয়ে করে বাড়ি ফেরার পথে ডাকাতদের কবলে বরযাত্রী, টাকা ও স্বর্ণালংকার লুট

ইমদাদুল হক: [২] সাভারের আশুলিয়া বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ডাকাতের কবলে পড়ে নগদ অর্থসহ স্বর্ণালংকার হাড়িয়েছে পাত্রপক্ষ।

[৩] বিষয়টি নিয়ে আশুলিয়া থানায় মৌখিক ভাবে অভিযোগ করা হয়েছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দাযের করছেন ভুক্তভোগীরা।

[৪] মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসাআই) ছামিউল ইসলাম।

[৫] এর আগে, সোমবার (১৮ জানুয়ারি) রাত ২ টার দিকে জিরানী-আমতলা-ধামরাই সড়কের রাঙ্গামাটি ব্রীজের এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী উত্তম গাঙ্গুলী জানায়, আশুলিয়ার শিমুলিয়ার কাইলকাপুর এলাকা থেকে বিয়ে শেষে জিরানী-আমতলা-ধামরাই সড়ক দিয়ে তারা একটি মাইক্রোবাস ধামরাইয়ের বাড়িতে যাচ্ছিলো।

[৬] এসময় সোমবার দিবাগত রাত দুই টার দিকে অন্তত ১৫ জনের একটি ডাকাত দল রাঙ্গামাটি এলাকার ব্রীজের সামনে ট্রাক রাস্তার মাঝখানে রেখে অবস্থান নিয়ে বেরিগেড দিয়ে মাইক্রোবাস থামিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার। ডাকাতেরা তাঁদের কাছ থেকে নগদ প্রায় এক লাখ টাকা, সাত ভরি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। একই সময় আরও কয়েকটি যানবাহন থেকে টাকা ও মালামাল ছিনিয়ে নেয় ডাকাতেরা।

[৭] জানতে চাইলে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তাদের (ভুক্তোভোগী) ডাকা হয়েছে। তথ্য ও প্রমাণের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের আটক করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়