শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০৮:৫৮ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় পৌর নির্বাচনে গলায় বোতল ঝুলিয়ে প্রচার

বগুড়া প্রতিনিধি: [২] আসন্ন পৌরসভা নির্বাচনে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের সমর্থকদের গলায় শতাধিক বোতল ঝুলিয়ে প্রচারণায় বেরিয়েছেন পানির বোতল প্রতীকের প্রার্থী। ঘুরছে প্রতীকও কিন্তু তা প্রিন্ট করা নয়, একেবারে বাস্তবে পানির বোতল। আগামী ৩০ জারুয়ারি ভোট গ্রহন, উক্ত নির্বাচনে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ২৭ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দিতা করছেন।

[৩] নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে, প্রচার-প্রচারণা ততোই জমে উঠেছে। পোস্টারে ছেয়ে গেছে পুরো শহর। রেস্টুরেন্ট, চায়ের স্টলে নির্বাচনে কার অবস্থান ভালো কার অবস্থান মন্দ এই নিয়ে চলছে আলাপ আলোচনা। আর প্রার্থীরা ঘুরছে ভোটারদের দ্বারে দ্বারে দিচ্ছে বিভিন্ন প্রতিশ্রতি। ভোটারদের মন জয় ও সমর্থন আদায় করতে বেছে নিয়েছেন ব্যতিক্রমী পন্থা।এ নির্বাচনে কোন কোন প্রার্থী নিজের প্রতীক বাস্তবে নিয়ে ঘুরছে ভোটারদের দ্বারে দ্বারে। পানির বোতল প্রতীক পাওয়া প্রার্থীর সমর্থকরা প্রার্থীর সঙ্গে শতাধিক বোতল নিয়ে প্রচারণা মাঠে নেমেছেন। অপরদিকে ডালিম পতীক পাওয় প্রার্থী সমর্থকরাও বাস্তবে ডালিম নিয়ে মাঠে ঘুরছেন।

[৪] নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের বাসন্দিা মোঃ মোখলেছার এ প্রতিবেদক-কে বলেন, পৌরসভা নির্বাচনে প্রচারণায় এগিয়ে থাকতে বিভিন্ন প্রার্থী বিভিন্ন পন্থা অবলস্বন করলেও সবার দৃষ্টি আকর্ষণ করেছেন পানির বোতল প্রতীক পাওয়া প্রার্থী। তিনি কর্মী-সমর্থকদের গলায় শতাধিক বোতল ঝুলিয়ে প্রচারণায় ভোটের মাঠে নেমেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়