শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০৮:৫৮ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় পৌর নির্বাচনে গলায় বোতল ঝুলিয়ে প্রচার

বগুড়া প্রতিনিধি: [২] আসন্ন পৌরসভা নির্বাচনে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের সমর্থকদের গলায় শতাধিক বোতল ঝুলিয়ে প্রচারণায় বেরিয়েছেন পানির বোতল প্রতীকের প্রার্থী। ঘুরছে প্রতীকও কিন্তু তা প্রিন্ট করা নয়, একেবারে বাস্তবে পানির বোতল। আগামী ৩০ জারুয়ারি ভোট গ্রহন, উক্ত নির্বাচনে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ২৭ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দিতা করছেন।

[৩] নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে, প্রচার-প্রচারণা ততোই জমে উঠেছে। পোস্টারে ছেয়ে গেছে পুরো শহর। রেস্টুরেন্ট, চায়ের স্টলে নির্বাচনে কার অবস্থান ভালো কার অবস্থান মন্দ এই নিয়ে চলছে আলাপ আলোচনা। আর প্রার্থীরা ঘুরছে ভোটারদের দ্বারে দ্বারে দিচ্ছে বিভিন্ন প্রতিশ্রতি। ভোটারদের মন জয় ও সমর্থন আদায় করতে বেছে নিয়েছেন ব্যতিক্রমী পন্থা।এ নির্বাচনে কোন কোন প্রার্থী নিজের প্রতীক বাস্তবে নিয়ে ঘুরছে ভোটারদের দ্বারে দ্বারে। পানির বোতল প্রতীক পাওয়া প্রার্থীর সমর্থকরা প্রার্থীর সঙ্গে শতাধিক বোতল নিয়ে প্রচারণা মাঠে নেমেছেন। অপরদিকে ডালিম পতীক পাওয় প্রার্থী সমর্থকরাও বাস্তবে ডালিম নিয়ে মাঠে ঘুরছেন।

[৪] নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের বাসন্দিা মোঃ মোখলেছার এ প্রতিবেদক-কে বলেন, পৌরসভা নির্বাচনে প্রচারণায় এগিয়ে থাকতে বিভিন্ন প্রার্থী বিভিন্ন পন্থা অবলস্বন করলেও সবার দৃষ্টি আকর্ষণ করেছেন পানির বোতল প্রতীক পাওয়া প্রার্থী। তিনি কর্মী-সমর্থকদের গলায় শতাধিক বোতল ঝুলিয়ে প্রচারণায় ভোটের মাঠে নেমেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়