শিরোনাম
◈ অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের হামলা, মৃত্যুর মুখে ২ তরুণ (ভিডিও) ◈ ইভ্যালির রাসেল-শামীমা আবারো গ্রেপ্তার ◈ ২৩ জানুয়া‌রি নয়া‌দি‌ল্লি‌তে আওয়ামী লীগের সংবাদ স‌ম্মেলন, কী উ‌দ্দে‌শে নেতারা বারবার এ‌টি কর‌ছেন?  ◈ বি‌শ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট‌কে এবার অ‌লি‌ম্পি‌কে দেখা যা‌বে ক্রিকেটার হিসা‌বে ◈ এনসিপি নেতা পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩ ◈ ভিন্ন কৌশলে ভোটের মাঠে প্রার্থীরা, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৬৭৪৮ ◈ সিরিয়ায় সাব্বাদি কারাগার থেকে পালিয়ে গেছে ১৫০০ কয়েদি ◈ চানখারপুলে ৬ হত্যা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলার রায় আজ ◈ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে ভয়াবহ আগুন ◈ পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাল মঙ্গলবার বসছে ইসি 

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০৫:৫৭ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরণখোলায় ১৩ লাখ টাকায় বাঘের চামড়া বিক্রি করতে গিয়ে শিকারি আটক

ডেস্ক: বাগেরহাটের শরণখোলায় বাঘের চামড়াসহ গাউস ফকির (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। বাংলানিউজ২৪

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রায়েন্দা বাজার বাসস্টান্ড সংলগ্ন এলাকা থেকে বন বিভাগ ও র‌্যাব-৮ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।

সে সময় তার কাছ থেকে একটি বাঘের চামড়া জব্দ করা হয়। চামড়াটি ৮ ফুট ১ ইঞ্চি লম্বা ও ৩ ফুট ১ ইঞ্চি চওড়া।

আটক গাউস শরণখোলার দক্ষিণ সাউথখালী এলাকার মৃত রশীদ ফকিরের ছেলে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গাউস ফকির নামে এক ব্যক্তি একটি বাঘের চামড়া বিক্রির চেষ্টা করছেন। পরে ক্রেতা সেজে চামড়াটি ক্রয়ের জন্য গত তিন-চারদিন ধরে গাউসের সঙ্গে যোগাযোগ করি। গাউসের সঙ্গে বিভিন্ন পর্যায়ে দর কষাকষি শেষে ১৩ লাখ টাকা চুক্তিতে চামড়াটি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী র‌্যাব-৮ এর সঙ্গে যোগাযোগ করে তাদের সহযোগিতা নিয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। টাকা দিয়ে চামড়া নেওয়ার সময় হাতেনাতে গাউসকে আটক করা হয়।

গাউসকে র‌্যাব-৮-এর হেড কোয়ার্টার বরিশালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কার্যালয়ে আনা হবে। বন্যপ্রাণী নিধন আইনে বাঘ হত্যার অপরাধে মামলা দায়ের পূর্বক তাকে আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়