শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০৪:০৪ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকা নেওয়া যাদের জন্য মানা

ডেস্ক রিপোর্ট: ভারতে করোনার টিকা গ্রহণের পর অন্তত সাড়ে ৪০০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ায় কারা টিকাগ্রহণ করতে পারবেন না, এ বিষয়ে একটি তালিকা প্রকাশ করেছে ভারত বায়োটেক।গতকাল সোমবার এ তালিকা প্রকাশ করে ভারতে প্রয়োগ হওয়া করোনার ভ্যাক্সিন কোভ্যাকসিন এর উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ভারত বায়োটেক।

যেখানে বলা হয়-যাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম অথবা এমন কোনো ওষুধ খাচ্ছেন, যার প্রভাব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর পড়ছে, যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের কোভ্যাকসিন এড়িয়ে চলা উচিত। গর্ভবতী নারী, যারা শিশুদের স্তন্যপান করান; তাদেরও এই প্রতিষেধক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, জ্বর হলে, রক্তপাতের সমস্যা থাকলে, রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখার ওষুধ খেলে অথবা অন্য কোনো গুরুতর শারীরিক সমস্যা থাকলেও কোভ্যাকসিন নেওয়া নিরাপদ নাও হতে পারে বলে জানিয়েছে ভারত বায়োটেক।

টিকা নেয়ার পর যে ধরনের লক্ষণ দেখা যেতে পারে

যাদের অ্যালার্জি রয়েছে তাদের কোভ্যাকসিন নিলে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে ভারত বায়োটেক। তারা জানিয়েছে, শ্বাসকষ্টের পাশাপাশি টিকাগ্রহণকারীর মুখ ও গলা ফুলে যেতে পারে। শরীরে দেখা দিতে পারে ফুসকুড়ি। শরীর দুর্বল হয়ে পড়বে। যখন তখন মাথা ঘুরে পড়ে যেতেও পারেন তারা।

এ ছাড়াও, সারা শরীরে অসম্ভব যন্ত্রণা, অঙ্গপ্রত্যঙ্গ ফুলে যাওয়া, চুলকুনি, মাথাব্যথা, জ্বর, বমি বমি ভাবও কোভ্যাকসিনের প্রতিষেধকের পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে পড়ে বলে জানানো হয়েছে। প্রতিষেধকের দ্বিতীয় ডোজ গ্রহণের পরে টানা তিন মাস তাই টিকাপ্রাপকদের শরীরে কী পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, তা পর্যবেক্ষণ করা হবে।

টিকা নেওয়ার পর যদি কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়েন, সে ক্ষেত্রে সরকারি হাসপাতাল এবং সরকার অনুমোদিত হাসপাতাল এবং চিকিৎসাকেন্দ্রে তার চিকিৎসার দায়িত্ব নেবে ওই সংস্থা। প্রয়োজনে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়