শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ১১:৫৭ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষ উপলক্ষে ফকিরহাটে ৩০টি ভুমিহীন পরিবার ঘর পাচ্ছে

সাগর মল্লিক: [২] বাগেরহাটের ফকিরহাটে মুজিব শতবর্ষ উপলক্ষে ৩০টি অসহায় ও দরিদ্র ভুমিহীন পরিবারের আশ্রয় হিসেবে ঠাই পেতে যাচ্ছেন পাকাঘরে। র্দীঘদিন ধরে এসব পরিবার জমি ও ঘরবাড়ির অভাবে পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করে আসছিল।

[৩] জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশের ভুমিহীন দরিদ্র আশ্রয়হীন পরিবারের জন্য নিরাপদ আবাসন প্রকল্প নির্মানের পরিকল্পনা নিয়েছেন। এরই ধারাবাহিকতায় ফকিরহাট উপজেলার ২টি ইউনিয়নে ৩০টি পাকাঘর নির্মানের কাজ প্রায় শেষ হয়েছে। এর মধ্যে পিলজংগ ইউনিয়নের রোনখোলায় ২২টি ও লখপুর ইউনিয়নের ভবনা গ্রামে ৮টি মোট ৩০টি পাকাঘর নির্মাণ করা হয়েছে।

[৪] এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদা দিলরুবা সুলতানা বলেন, সরকার মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের অসহায় ভুমিহীন ও বাস্তহারা পরিবারের মাথা গুজার ঠাঁই হিসেবে টেকসই বাড়িঘর নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন। এরই আলোকে মুজিব শতবর্ষে ৩০টি পরিবার নতুন পাকাঘর বাড়ি পাচ্ছেন। পরিবার প্রতি পাকাঘর বাবদ ব্যায় ধরা হয়েছে, প্রায় ১লক্ষ ৭১হাজার টাকা। এসব বাড়ির নির্মাণ কাজ এখন প্রায় শেষের পথে।

[৫] নির্মাণ কাজ শেষ হলে অচিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনভারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এসব ঘরের শুভ উদ্ভোধন করবেন। ঘরহীন শাহিদা বেগম, আব্দুল হক, মিজানুর রহমান, হুমাইয়ুন শেখ, মোশারেফ হোসেন ও সলাহ উদ্দিন শেখ এর সাথে আলাপ করা হলে তাঁরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া ঘর পেয়ে আমরা উচ্ছাসিত ও আনন্দিত। সারাদিন মাঠে ঘাটে অন্যের ক্ষেতে কাজ কর্ম করে নিজ গৃহে বসবাস করতে পারব। রোদ-বৃষ্টি ঝড়ে আমাদের আর অন্যের বাড়ীতে আশ্রয়ের জন্য যেতে হবে না। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে আল্লাহ যেন দীর্ঘায়ু করেন।

[৬] উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান এ প্রতিবেদদকে বলেন মুজিব শতবর্ষ উপলক্ষে সরকার এই উদ্যোগ গ্রহন করেছেন। অসহায় ভূমিহীন ৩০ পরিবারকে এই পাকা ঘর আশ্রয় স্থান হিসেবে প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে ঘরের নির্মান কাজ সম্পন্ন হয়েছে। অচিরেই ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৭] এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এর সাথে আলাপ করা হলে তিনি বলেন আগামী ২৩জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে এই ঘরগুলির উদ্বোাধন করবেন। আমরা ইতিমধ্যে ঘরের মালিকদের দলিলও ঠিক করেছি। এই পল্লীর নামকরণ করা হয়েছে, বঙ্গবন্ধু পল্লী-১ যেটি পিলজংগে এবং বঙ্গবন্ধু পল্লী-২ যেটি ভবনা গ্রামে অবস্থিত। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়