শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ০৬:১৫ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্যের জামিন প্রত্যাহার করলেন হাইকোর্ট 

নূর মোহাম্মদ : [২] ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার দিন ফেনীর জেলা প্রশাসক কার্যালয় চত্বর ও পৌরসভা এলাকায় বোমা বিস্ফোরণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. রেদওয়ানুল হক ওরফে রেদওয়ান। তাকে হাইকোর্ট গত ১৪ জানুয়ারি জামিন দিয়েছিলেন। তবে সোমবার তা প্রত্যাহার করা হয়।

[৩] ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম বলেন, আবেদনকারীর আইনজীবী মামলার ঘটনাকে গোপন করেছেন। তিনি বলেছিলেন, আবেদনকারী গরিব। এর আগে তিনি আর জামিন আবেদন করেননি ইত্যাদি।

[৪] আমিনুল বলেন, আমাদের সন্দেহ হওয়ায় নথি দেখে জানা যায় আবেদনকারী নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্য। এরপরই বিষয়টি আদালতের নজরে আনি।

[৫] ২০০৫ সালে ফেনীতে বোমা বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দুটি আলাদা মামলা করে পুলিশ। একই বছরের ৫ ডিসেম্বর রেদওয়ানকে গ্রেপ্তার করা হয়।

[৬] মামলার বিচার শেষে ২০০৬ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে আসামি রেদওয়ান আপিল করেন। যেটি এখনো বিচারাধীন। সম্পাদনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়