মহসীন কবির: [২] সোমবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দরের পদ্মা ওয়েল গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা (২৫)। তাদের বাড়ি ঢাকার দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকায়। নিউজ২৪ টিভি ও চ্যানেল২৪
[৩] বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মশিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিমানবন্দরের পদ্মা ওয়েল গেটের পাশে আজমেরি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
[৪] এসআই জানান, বাসটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।