সুজন কৈরী : রাজধানীর রমনা এলাকা থেকে ট্রাকের ড্রাইভিং সিটের পিছনে অভিনব কায়দায় মবিলের বোতলের ভিতরে লুকানো ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ সময় আব্দুল হাবিব (৪০) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক।
গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মাহবুবুল আলম জানান, শনিবার রাতে রমনা পার্কের উত্তর পাশে রাস্তায় অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার ও আব্দুল হাবিবকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মাহবুবুল আলম জানান, আটক আব্দুল হাবিব পেশায় গাড়ি চালক। তিনি কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বাস ও ট্রাকে করে ঢাকায় আনতেন। এরপর কারওয়ান বাজারসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
এ ঘটনায় রমনা মডেল থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন মাহবুবুল আলম।