সুজন কৈরী : [২] রাজধানীর গুলশানের শাহজাদপুরে সুবাস্তু টাওয়ারের পাশে পিকআপ ভ্যানের ধাক্কায় সাইফুল ইসলাম (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি কসাই ছিলেন।
[৩] রোববার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কতর্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
[৪] ঢামেকে মৃত সাইফুলের বড় ভাই মো. মোস্তফা জানান, কাজে যাওয়ার জন্য সকালে বাসা থেকে বের হন সাইফুল। পথে সুবাস্তু টাওয়ারের পাশে রাস্তা পার হবার সময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে সকাল ৮টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাইফুল চট্টগ্রামের সন্দীপের নুরুল হকের ছেলে। তিনি স্ত্রী ও তিন মাস বয়সী কন্যা সন্তানকে নিয়ে বাড্ডা শাহজাদপুর এলাকায় থাকতেন। রাজধানীর মগবাজার এলাকায় কসাইয়ের দোকানে কাজ করতেন তিনি।
[৫] ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। গুলশান থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।