মো. ইউসুফ মিয়া: [২] আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচন। পৌর নির্বাচনকে ঘিরে শনিবারে বিকালে শতাধীক মোটরসাইকেল নিয়ে পৌর এলাকায় মোটরসা্ইকেল শোভাযাত্রা করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী (জগ মার্কা) ফজলুল হক ফরহাদ।
[৩] পাংশা পৌর নির্বাচনে আওয়ামীগ মনোনিত মেয়র প্রার্থী ওয়াজেদ আলী (নৌকা) ও বিএনপি মনোনিত রইস উদ্দিনের (ধানের শীষ) বিপরিতে (জগ মার্কা) প্রতিক নিয়ে সতন্ত্র মেয়র প্রার্থী হয়েছেন উপজেলা যুবলীগের আহব্বায়ক তারুণ্যের প্রতিক ফজলুল হক ফরহাদ।
[৪] অসংখ্য সমর্থকদের নিয়ে এ মোটরসা্ইকেল শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।এসময় পাংশা পৌর-এলাকার ব্যাপক উন্নয়ন করা সহ আপনাদের যৌতিক প্রত্যাশা পূরণে সর্বাত্বক চেষ্টা করবো বলে জানান সতন্ত্র মেয়র প্রার্থী (জগ মার্কা) ফজলুল হক ফরহাদ।