শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০৯:০৭ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে করোনায় প্রাণহানি ২০ লাখ ছাড়ালো

লিহান লিমা: [২] করোনা ভাইরাস সংক্রমণ ও মৃত্যুজনিত তথ্য সংকলন বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুযায়ী শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় প্রাণ হারিয়েছেন ২০ লাখ ১৮ হাজার ৪১৭জন। সংক্রমিত হয়েছেন ৯ কোটি ৩০ লাখের বেশি।

[৩] জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যে বলা হয়, চীনের উহানে করোনা শনাক্ত হওয়ার এক বছর পর এই প্রাণহানির হার ব্রাসেলস, মক্কা, মিনস্ক ও ভিয়েনায় বসবাসরত মোট জনসংখ্যার সমান।

[৪] করোনার এই প্রাণহানির মধ্যে শীর্ষে রয়েছে ইউরোপ। ইউরোপিয় দেশগুলোতে ৬ লাখ ৫০ হাজার ৫৬০জন করোনায় প্রাণ হারিয়েছেন। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে ৫ লাখ ৪২ হাজার ৪১০জন প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্র ও কানাডাতে মোট মৃত্যু ৪ লাখ ৭ হাজার ৯০।

[৫] জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এক বার্তায় বলেন, ‘আমরা একটি দুঃখজনক ও হৃদয়বিদারক পরিসংখ্যানের সম্মুখীন হয়েছি। বৈশ্বিক সমন্বয়হীনতার অভাবে মহামারী প্রাণঘাতি প্রভাব ফেলেছে। এই ২০ লাখ মানুষের স্মরণে বিশ্বকে বৃহত্তর ঐক্য গঠন করতে হবে।’

[৬] যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলো ইতোমধ্যেই নাগরিকদের প্রথম ডোজের টিকা দিয়েছে। তবে এখনো বিশ্বের অধিকাংশ উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো টিকার ডোজ হাতে পায় নি।

[৭] বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান স্বাস্থ্য বিশেষজ্ঞ সতর্ক করে বলেন, এ বছর হার্ড ইমিউনিটি অর্জন করা সম্ভব নয়। কারণ এটি অর্জন করতে হলে বিশ্বের অন্তত ৭০ শতাংশ মানুষকে টিকা নিতে হবে। বিশ্বের সাড়ে সাতশ কোটি মানুষের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ কোটি ৩৮ লাখ ৩৯ হাজার ৮১০ জনকে টিকা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়