শিরোনাম
◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া?

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০৯:০৭ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে করোনায় প্রাণহানি ২০ লাখ ছাড়ালো

লিহান লিমা: [২] করোনা ভাইরাস সংক্রমণ ও মৃত্যুজনিত তথ্য সংকলন বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুযায়ী শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় প্রাণ হারিয়েছেন ২০ লাখ ১৮ হাজার ৪১৭জন। সংক্রমিত হয়েছেন ৯ কোটি ৩০ লাখের বেশি।

[৩] জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যে বলা হয়, চীনের উহানে করোনা শনাক্ত হওয়ার এক বছর পর এই প্রাণহানির হার ব্রাসেলস, মক্কা, মিনস্ক ও ভিয়েনায় বসবাসরত মোট জনসংখ্যার সমান।

[৪] করোনার এই প্রাণহানির মধ্যে শীর্ষে রয়েছে ইউরোপ। ইউরোপিয় দেশগুলোতে ৬ লাখ ৫০ হাজার ৫৬০জন করোনায় প্রাণ হারিয়েছেন। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে ৫ লাখ ৪২ হাজার ৪১০জন প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্র ও কানাডাতে মোট মৃত্যু ৪ লাখ ৭ হাজার ৯০।

[৫] জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এক বার্তায় বলেন, ‘আমরা একটি দুঃখজনক ও হৃদয়বিদারক পরিসংখ্যানের সম্মুখীন হয়েছি। বৈশ্বিক সমন্বয়হীনতার অভাবে মহামারী প্রাণঘাতি প্রভাব ফেলেছে। এই ২০ লাখ মানুষের স্মরণে বিশ্বকে বৃহত্তর ঐক্য গঠন করতে হবে।’

[৬] যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলো ইতোমধ্যেই নাগরিকদের প্রথম ডোজের টিকা দিয়েছে। তবে এখনো বিশ্বের অধিকাংশ উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো টিকার ডোজ হাতে পায় নি।

[৭] বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান স্বাস্থ্য বিশেষজ্ঞ সতর্ক করে বলেন, এ বছর হার্ড ইমিউনিটি অর্জন করা সম্ভব নয়। কারণ এটি অর্জন করতে হলে বিশ্বের অন্তত ৭০ শতাংশ মানুষকে টিকা নিতে হবে। বিশ্বের সাড়ে সাতশ কোটি মানুষের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ কোটি ৩৮ লাখ ৩৯ হাজার ৮১০ জনকে টিকা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়