নূর মোহাম্মদ : সুনির্দিষ্ট পদক্ষেপ-পরিকল্পনা প্রণয়ন করে তা হলফনামা করে দাখিল করতে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এ আদেশ দেন। আগামী ২১ জানুয়ারির মধ্যে আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।