শিরোনাম

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ০৫:১৪ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ১৩

সুজন কৈরী: রাজধানীর চকবাজার, যাত্রবাড়ী, দক্ষিন কেরাণীগঞ্জ, কেরানীগঞ্জ এবং সাভার এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪ ও ১০। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার রাতে ব্যাটালিয়নের একটি দল ঢাকা জেলার সাভারের যাদুরচর এলাকায় অভিযান চালায়। এ সময় তুহিন হাওলাদার (২২) ও শফিক (২০) নামের দুজনকে আটক কনরা হয়। তাদের কাছে থাকা ৭টি ব্যাগ তল্লাশি করে ৪৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। আটক তুহিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

র‌্যাব-৪ এর পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ব্যাটালিয়নের একটি দল রাজধানীর দারুস সালামের দক্ষিণ কল্যাণপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ৩ হাজার ৭৫০পিস ইয়াবা ও ১টি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি হামিদুল গাজী (৩৫) এবং রাফি আলমকে (৪০) আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা ক্রয় করে রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করছিলেন।

এদিকে র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব- ১০ এর একটি দল রাজধানীর চকবাজারের চাঁনখারপুল এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়েল (২৮) ও আল আমিন (৩৫) নামের ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের থেকে ৮ কেজি গাঁজা ২টি মোবাইল ফোন এবং নগদ ৯০০ টাকা জব্দ করা হয়েছে।

এছাড়া একইদিন সকাল ও দুপুরে উত্তর যাত্রাবাড়ী এবং কেরাণীগঞ্জের দক্ষিন পার গেন্ডারিযা এলাকায় র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমানের নেতৃতে একটি দল পৃথক অভিযান চালায়। এ সময় ৭০ গ্রাম গাঁজা, ৫ পুরিয়া হেরোইন, ৪টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৩০০ টাকাসহ তিনজনকে আটক করা হয়। আটকরা হলো- সুমন মিয়া (২৮), বাবু বেপারী (৩৪) ও রাসেল (৩৭)।

এর আগে সোমবার ব্যাটালিয়নের সিপিসি-২ এর একটি দল দক্ষিণ কেরাণীগঞ্জের নামা পাড়া পূর্ব আগানগর এলাকায় অভিযান চালায়। এ সময় ২৫০ গ্রাম গাঁজা, ১টি মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার ৪০০ টাকাসহ পারভেজ মুন্সি (২০) নামের একজনকে আটক করা হয়।

র‌্যাব-১০ এর পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার দক্ষিণ কেরাণীগঞ্জের কালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সাগর মোল্লা (৩৪) একজনকে ১০০পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়েছে। এছাড়া একইতিন কালিগঞ্জের চৌধুরী মার্কেট এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ সোহাগ (৩০) নামের আরও একজনকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রোববার রাতে কেরাণীগঞ্জের পূর্ব চড়াইল এলাকা পৃথক অভিযান চালিয়ে ৫১পিস ইয়াবা ও একটি মোবাইলসহ রনি হাওলাদার নামের একজনকে আটক করেছে র‌্যাব-১০।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাব-১০ কে জানিয়েছে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা, দক্ষিন কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানাসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়