শিরোনাম
◈ ইরান সরকার পতনে বিশ্ববাসীর সহায়তা চাইলেন রেজা পাহলভি ◈ গ্রিনল্যান্ড দখলে মরিয়া ট্রাম্প: বিরোধিতা করলে নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ◈ পিএসএলভি ব্যর্থতায় ধাক্কা, মহাকাশ মিশনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ভারত ◈ জামায়াত আমিরের ‘রহস্যময়’ পোস্ট! ◈ বাংলাদেশকে যে সুখবর দিয়েছে কুয়েত সরকার ◈ ১৩তম সংসদ নির্বাচন: বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের নকশা বদলাচ্ছে নির্বাচন কমিশন ◈ নির্বাচনি ইশতেহার: প্রতিশ্রুতির কাগজ, নাকি জবাবদিহিতার হাতিয়ার? ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই‌য়ে সিলেট টাইটান্স‌কে হারিয়ে ‌বি‌পিএ‌লের কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্স ◈ মির্জা ফখরুলকে দেখেই দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান (ভিডিও) ◈ ১০ দলীয় জোটে ভাঙন: ইসলামী আন্দোলন সরে দাঁড়ানোয় ৪৭ আসনে সমঝোতার নতুন হিসাব

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১, ০৭:০৬ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২১, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২য় বারের মতো মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করলেন ডেমোক্রেটরা

আসিফুজ্জামান পৃথিল: [২] আইন প্রণেতাদের কাছে মার্কিন প্রেসিডেন্টকে অপসারণের প্রক্রিয়া শুরুর পরিকল্পনা জানিয়েছেন, হাউজ অব রিপ্রেজেন্টিটিভস এর স্পিকার ন্যান্সি পেলোসি। হাউজ সদস্যরা একটি রেজ্যুলেশনের পক্ষে ভোটাভুটি করবেন। এতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে অনুরোধ জানানো হবে, তিনি যেনো ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করে দায়িত্ব গ্রহণ করেন। বিবিসি

[৩] যদি এই পদক্ষেপ ব্যর্ত হয়, তবে ডেমোক্রেটরা ট্রাম্পের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদের অভিযোগ আনতে পারেন। সোমবার (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর) এই ব্যাপারে ভোটাভুটি করার কথা রয়েছে। এটি হলে, ট্রাম্প হোয়াইট হাউজ ছাড়তে বাধ্য হবেন। ক্ষমতা নেবেন মাইক পেন্স। তবে পেন্সের ক্ষমতার মেয়াদ ১০ দিনও হবে না। অভিশংসিত হলে ট্রাম্প হবেন ইতিহাসের একমাত্র মার্কিন প্রেসিডেন্ট এক মেয়াদে যাকে দুবার অভিশংসন করা হবে। সিএনএন

[৪] রিপাবলিকান সিনেটর প্যাট টুমি ট্রাম্পের পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেছেন, ‘আমার মনে হয় দেশের জন্য এখন সবচেয়ে ভাল হবে যদি ডোনাল্ড ট্রাম্প পদত্যাগ করে দ্রুত বিদায় নেন। আমি জানি তা হয়ত হবে না। কিন্তু এটা হলেই ভাল হতো।’ দ্য গার্ডিয়ান

[৫] এর আগে আলাস্কার রিপাবলিকান সিনেটর লিসা মারকাউস্কি প্রথম ট্রাম্পের পদত্যাগ দাবি করেছিলেন। নেব্রাস্কার রিপাবলিকান সিনেটর বেন স্যাসেও ট্রাম্পের অভিশংসন নিয়ে কথা বলেছেন। আরও এক রিপাবলিকান, ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনিগার ডোনাল্ড ট্রাম্পকে সবচেয়ে জঘন্য প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন। এনপিআর

[৬] হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে মঙ্গলবার ট্রাম্প টেক্সাসে যাবেন মেক্সিকোর সীমান্তে যে দেয়াল তোলা হচ্ছে তার কাজ পরিদর্শন করতে। তার প্রশাসন কি কাজ করেছে সেটি তুলে ধরতে চান তিনি। হোয়াইট হাউজের পক্ষ থেকে অভিশংসনের উদ্যোগকে রাজনৈতিক চাল বলে উল্লেখ করে বলা হয়েছে, এতে দেশের মধ্যে বিভাজন আরও বৃদ্ধি পাবে। পলিটিকো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়