শিরোনাম
◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে ◈ উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে ২৫ কোটি টাকার ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে সরকার ◈ বিএনপির বিশেষ নির্দেশনা তারেক রহমানের জন্মদিন নিয়ে ◈ প্রবাসীদের পোস্টাল ভোট: ৫ দিনে নিবন্ধন বাধ্যতামূলক, অঞ্চলভিত্তিক সময়সূচি ঘোষণা ইসির ◈ সোনার নতুন দাম, কত কমলো? ◈ ২২ বছরের অপেক্ষা শেষে ভারতকে হারাল বাংলাদেশ ◈ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা ◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১, ০১:৫৫ রাত
আপডেট : ১১ জানুয়ারী, ২০২১, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মা-বাবার চরিত্রে দীঘি ও শুভকে ভালোভাবে অভিনয় করতে বললেন প্রধানমন্ত্রী

মনিরুল ইসলাম: [২] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে বায়োপিক ‘বঙ্গবন্ধু’। এ সিনেমায় দেশের একঝাঁক তারকা অভিনয় করবেন। ছবির শুটিং শুরুর আগে ৯ জানুয়ারি দুপুরে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দুপুরে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তার বাসভবনে সাক্ষাৎ করতে যান আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, দীঘিসহ সিনেমাটিতে অভিনয় করা কয়েকজন।

[৩] বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ, শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে নুসরাত ফারিয়া ও বড়বেলার চরিত্রে জান্নাতুল সুমাইয়া হিমি, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, বঙ্গবন্ধুর স্ত্রী প্রথম জীবনের ইয়াং পার্ট চরিত্রে দীঘি। তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস আহমেদ, ফজলুর রহমান বাবু, তুষার খান, দিলারা জামান, সিয়াম আহমেদসহ শতাধিক শিল্পীকে।

[৪] এদিকে, বঙ্গবন্ধুর স্ত্রী প্রথম জীবনের ইয়াং পার্ট চরিত্রে অভিনয় শিল্পী দীঘি জানান, বাসভবনে যাওয়ার পর প্রধানমন্ত্রী সবাইকে চরিত্রগুলো সম্পর্কে ব্রিফ করেন । একেবারে সাধারণ মানুষ হয়ে মিশেছেন আমাদের সঙ্গে। মনেই হয়নি তিনি প্রধানমন্ত্রী।

[৫] দীঘি বলেন, প্রধানমন্ত্রী আমাক দেখে জানতে চান আমি কোন চরিত্রতে অভিনয় করছি। আমি বললাম, আপনার মায়ের ইয়াং পার্টে। তখন প্রধানমন্ত্রী বলে উঠেন, 'ও বাবা, তুমি তাহলে আমার মায়ের অনেক রোমান্টিক পার্টটা করছো। আমার মা কিন্তু বেশ রোমান্টিক ছিলেন। চরিত্রটা ভালো করে করো।
[৬] দীঘি জানান, আগামী ১৯ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে কয়েকদিনের একটা কর্মশালায় অংশ নেবেন ছবিটির অভিনেতা-অভিনেত্রীরা। তারপর ১০ এপ্রিল থেকে টানা শুটিং। বায়োপিকটি পরিচালনা করছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।

[৭] অন্যদিকে, বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় শিল্পী নায়ক আরিফীন শুভ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বলছেন , শুভ আমার আব্বার চরিত্রটা ভালোভাবে করো।
[৮] শুভ জানান, ছবিটির শুটিং শুরুর আগে বঙ্গবন্ধুকন্যা হিসেবে দুই আপা আমাদের ডেকেছিলেন। তার বাবা সম্পর্কে বলেছেন। শেখ রেহানা আপাও ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়