শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১, ০১:৫৫ রাত
আপডেট : ১১ জানুয়ারী, ২০২১, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মা-বাবার চরিত্রে দীঘি ও শুভকে ভালোভাবে অভিনয় করতে বললেন প্রধানমন্ত্রী

মনিরুল ইসলাম: [২] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে বায়োপিক ‘বঙ্গবন্ধু’। এ সিনেমায় দেশের একঝাঁক তারকা অভিনয় করবেন। ছবির শুটিং শুরুর আগে ৯ জানুয়ারি দুপুরে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দুপুরে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তার বাসভবনে সাক্ষাৎ করতে যান আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, দীঘিসহ সিনেমাটিতে অভিনয় করা কয়েকজন।

[৩] বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ, শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে নুসরাত ফারিয়া ও বড়বেলার চরিত্রে জান্নাতুল সুমাইয়া হিমি, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, বঙ্গবন্ধুর স্ত্রী প্রথম জীবনের ইয়াং পার্ট চরিত্রে দীঘি। তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস আহমেদ, ফজলুর রহমান বাবু, তুষার খান, দিলারা জামান, সিয়াম আহমেদসহ শতাধিক শিল্পীকে।

[৪] এদিকে, বঙ্গবন্ধুর স্ত্রী প্রথম জীবনের ইয়াং পার্ট চরিত্রে অভিনয় শিল্পী দীঘি জানান, বাসভবনে যাওয়ার পর প্রধানমন্ত্রী সবাইকে চরিত্রগুলো সম্পর্কে ব্রিফ করেন । একেবারে সাধারণ মানুষ হয়ে মিশেছেন আমাদের সঙ্গে। মনেই হয়নি তিনি প্রধানমন্ত্রী।

[৫] দীঘি বলেন, প্রধানমন্ত্রী আমাক দেখে জানতে চান আমি কোন চরিত্রতে অভিনয় করছি। আমি বললাম, আপনার মায়ের ইয়াং পার্টে। তখন প্রধানমন্ত্রী বলে উঠেন, 'ও বাবা, তুমি তাহলে আমার মায়ের অনেক রোমান্টিক পার্টটা করছো। আমার মা কিন্তু বেশ রোমান্টিক ছিলেন। চরিত্রটা ভালো করে করো।
[৬] দীঘি জানান, আগামী ১৯ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে কয়েকদিনের একটা কর্মশালায় অংশ নেবেন ছবিটির অভিনেতা-অভিনেত্রীরা। তারপর ১০ এপ্রিল থেকে টানা শুটিং। বায়োপিকটি পরিচালনা করছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।

[৭] অন্যদিকে, বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় শিল্পী নায়ক আরিফীন শুভ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বলছেন , শুভ আমার আব্বার চরিত্রটা ভালোভাবে করো।
[৮] শুভ জানান, ছবিটির শুটিং শুরুর আগে বঙ্গবন্ধুকন্যা হিসেবে দুই আপা আমাদের ডেকেছিলেন। তার বাবা সম্পর্কে বলেছেন। শেখ রেহানা আপাও ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়