শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৭:৫৭ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে আগুনে ঘরে আটকা পড়ে এক ব্যক্তির মৃত্যু

রিয়াদ ইসলাম: [২] ঈশ্বরদীতে বসতঘরে আগুন লেগে ফোরকান মালিথা (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

[৩] ফোরকান মালিথা সলিমপুর ইউনিয়নের মিরকামারী চাঁদ আলী মোড় এলাকার মৃত ইছাহক আলী মালিথার ছেলে।

[৪] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফোরকান কিছুটা মানসিক বিকারগ্রস্ত ছিলেন।বাড়িতে তিনি একাই থাকতেন। রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়।

[৫] ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আরিফুল ইসলাম আরিফ জানান, স্থানীয়দের মাধ্যমে রোববার ভোররাত ৩টা ৪২ মিনিটে খবর পেয়ে তারা আগুন নেভাতে যান। ঘটনাস্থলে পৌঁছে তাদের আগুন নিয়ন্ত্রণে নিতে ২০ মিনিট সময় লাগে। এরইমধ্যে আগুনে ফোরকানের সেমিপাকা ঘরের একটিমাত্র কক্ষ একেবারে পুড়ে যায়। ওই ঘরেই ফোরকান থাকতেন। আগুন লাগার সময় ঘর থেকে বের হতে না পেরে আগুনে পুড়ে তার মৃত্যু হয়।

[৬] তিনি জানান, ফোরকান তার শোবার ঘরে প্লাষ্টিকের পুরোনো বোতল, ছেড়া পলিথিন ও ঝুট সংগ্রহ করে রাখতেন। ধারণা করা হচ্ছে রাতে তিনি মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। আগুনে ঘরের জিনিসপত্রের সঙ্গে তিনিও দগ্ধ হন। আগুনে তার পুরো শরীর পুড়ে গেছে। ওই ঘরে মশার কয়েল পাওয়া গেছে। পরে মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা 'ডেথ বডি ব্যাগে' করে ভোরে সোয়া ৪টায় ঈশ্বরদী থানা পুলিশে হস্তান্তর করে।

[৭] ঈশ্বরদী থানার ওসি সেখ মো. নাসীর উদ্দীন জানান, পরিবারের কোনো অভিযোগ ও দাবি না থাকায় স্বজনরা লাশটি দাফনের জন্য নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়