শিরোনাম
◈ তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব ◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং'

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৭:৫৭ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে পদ্মায় বালুজাহাজ শ্রমিক নিখোঁজ

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর চরহরিরামপুর ইউনিয়নের দাই ডাঙ্গী গ্রাম পয়েন্টে বৃহস্পতিবার (৭ জানুয়ারী ) সন্ধ্যা থেকে বালুটানা জাহাজের (বলগেটের) এক শ্রমিক আবু তালেব (১৯) পদ্মায় পড়ে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শ্রমিক বরগুনা সদর উপজেলার নলিচক গাছিয়া গ্রামের মোঃ বাদলের ছেলে।

[৩] ঘটনার দিন সন্ধ্যায় পদ্মা নদী থেকে বালু লোড করে পিছন দিকে ঘুরার সময় উক্ত মজুর বলগেটে থেকে পা পিছলে পদ্মা নদীতে পড়ে যাওয়ার পর এ রির্পোট লেখা পর্যন্ত তার লাশের সন্ধান মেলেনি।

[৪] এ ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া হোসেন দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লাশ উদ্ধারের জন্য ডুবুরী দল পদ্মা নদীতে কাজ করছে।

[৫] চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া হোসেন জানান, “ আমি কয়েক দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উদ্ধারকাজে সর্বণ থানার অফিসাররা ডুবুরী দলকে সহায়তা করে চলেছে। ঘটনাস্থলে নৌ পুলিশসহ ফায়ার সার্ভিসও কাজ করছে বলেও তিনি জানান”।

[৬] জানা যায়, উপজেলার ভাঙন কবলিত পদ্মা নদী এলাকায় বাঁধ নির্মাণের সাথে পদ্মা নদী ড্রেজিং কর্মসূচী অব্যাহত রয়েছে। গত ক’মাস ধরে ‘বঙ্গ ড্রেজিং কোং লিঃ’ উপজেলা পদ্মা নদী খনন কাজ করে চলেছেন। পদ্মা নদী খননকৃত বালু বলগেট বোঝাই করে অপর পারে এনে মজুদ করা হচ্ছে। আর এ বলগেটের মজুর হিসেবে নিখোঁজ আবু তালেব কাজ করে আসছিল।

[৭] পদ্মা নদী ড্রেজিং কাজের সহকারী ঠিকাদার মনির হোসেন জানায়, “ বলগেটে থেকে পা পিছলে পদ্মায় পড়ে আবু তালেব নিখোঁজ হওয়ার পর বরিশাল থেকে চারজন বেসরকারি ডুবুরী এনে গত দু’দিন ধরে তল্লাশি অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া ফায়ার সার্ভিস ও নৌপুলিশ পদ্মা নদীতে তল্লাশি অভিযান করছে কিন্ত এখন পর্যন্ত আবু তালেবের লাশ খুজে পাওয়া যায়নি”। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়