শিরোনাম
◈ জরুরি বার্তা পেয়ে ঢাকায় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ◈ নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ ◈ নির্বাচনী সমীকরণে সতর্ক বিএনপি, রাখছে বিকল্প প্রার্থী ◈ মাকে দেখতে রাতে এভারকেয়ারে তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন করবেন না, তাহলে কেন পদত্যাগ করেছিলেন মাহফুজ আলম? ◈ প্রটোকল ছাড়াই ঢাকা সফরে শীর্ষ তালেবান নেতা, ব্যাপক সমালোচনা ◈ বাংলাদেশে হাত দিলে টুকরো টুকরো হবে ভারত: ভারতীয় মিডিয়ার চাঞ্চল্যকর বিশ্লেষণ (ভিডিও) ◈ পিঠা বিক্রেতা দম্পতির নামে আয়কর রিটার্নের চিঠি, রহস্য কী? (ভিডিও) ◈ শাহবাগে ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক ◈ রিপন মন্ডলের ঝড়েই ধসে গেল নোয়াখালী, রাজশাহীর সহজ জয়

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৭:৫৭ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে পদ্মায় বালুজাহাজ শ্রমিক নিখোঁজ

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর চরহরিরামপুর ইউনিয়নের দাই ডাঙ্গী গ্রাম পয়েন্টে বৃহস্পতিবার (৭ জানুয়ারী ) সন্ধ্যা থেকে বালুটানা জাহাজের (বলগেটের) এক শ্রমিক আবু তালেব (১৯) পদ্মায় পড়ে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শ্রমিক বরগুনা সদর উপজেলার নলিচক গাছিয়া গ্রামের মোঃ বাদলের ছেলে।

[৩] ঘটনার দিন সন্ধ্যায় পদ্মা নদী থেকে বালু লোড করে পিছন দিকে ঘুরার সময় উক্ত মজুর বলগেটে থেকে পা পিছলে পদ্মা নদীতে পড়ে যাওয়ার পর এ রির্পোট লেখা পর্যন্ত তার লাশের সন্ধান মেলেনি।

[৪] এ ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া হোসেন দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লাশ উদ্ধারের জন্য ডুবুরী দল পদ্মা নদীতে কাজ করছে।

[৫] চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া হোসেন জানান, “ আমি কয়েক দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উদ্ধারকাজে সর্বণ থানার অফিসাররা ডুবুরী দলকে সহায়তা করে চলেছে। ঘটনাস্থলে নৌ পুলিশসহ ফায়ার সার্ভিসও কাজ করছে বলেও তিনি জানান”।

[৬] জানা যায়, উপজেলার ভাঙন কবলিত পদ্মা নদী এলাকায় বাঁধ নির্মাণের সাথে পদ্মা নদী ড্রেজিং কর্মসূচী অব্যাহত রয়েছে। গত ক’মাস ধরে ‘বঙ্গ ড্রেজিং কোং লিঃ’ উপজেলা পদ্মা নদী খনন কাজ করে চলেছেন। পদ্মা নদী খননকৃত বালু বলগেট বোঝাই করে অপর পারে এনে মজুদ করা হচ্ছে। আর এ বলগেটের মজুর হিসেবে নিখোঁজ আবু তালেব কাজ করে আসছিল।

[৭] পদ্মা নদী ড্রেজিং কাজের সহকারী ঠিকাদার মনির হোসেন জানায়, “ বলগেটে থেকে পা পিছলে পদ্মায় পড়ে আবু তালেব নিখোঁজ হওয়ার পর বরিশাল থেকে চারজন বেসরকারি ডুবুরী এনে গত দু’দিন ধরে তল্লাশি অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া ফায়ার সার্ভিস ও নৌপুলিশ পদ্মা নদীতে তল্লাশি অভিযান করছে কিন্ত এখন পর্যন্ত আবু তালেবের লাশ খুজে পাওয়া যায়নি”। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়