শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৫:০০ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘প্রেসিডেন্ট অভিশংসিত হওয়ার মতোই অপরাধ করেছেন’, বললেন শীর্ষ রিপাবলিকান নেতারা

লিহান লিমা: [২] স্থানীয় সময় শনিবার মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্রেট দলের আনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব দ্রুত সমর্থন আদায় করে নেয়। স্থানীয় সময় সোমবার কংগ্রেসের প্রায় ১৮০জন সদস্য হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রেসিডেন্টকে অভিশংসনের ২৫তম ধারা আনতে যাচ্ছেন বলে জানা গিয়েছে। এপি/সিএনএন

[৩]হাউস ছাড়াও সিনেটের কিছু রিপাবলিকান সদস্য এবং দলটির প্রভাবশালী কয়েকজন নেতা ডেমোক্রেটদের প্রস্তাবকে সমর্থন জানিয়েছে। বিশেষ করে অভিশংসিত হলে ট্রাম্প আজীবনের জন্য প্রেসিডেন্সির জন্য অযোগ্য বিবেচিত হবেন। ট্রাম্প যেনো পুনরায় ২০২৪ সালে প্রার্থীতায় আসতে না পারেন তা নিশ্চিত করতে রিপাবলিকান কিছু নেতা অভিশংসনকে সমর্থন দিচ্ছেন।

[৪]পেনসেলভেনিয়ার সিনেটর প্যাট টমি বলেন, ‘আমি মনে করি ট্রাম্প অভিশংসিত হওয়ার মতোই অপরাধ করেছেন।’ আলাস্কার রিপাবলিকান সিনেটর লিসা মুরকোস্কি ট্রাম্পকে পদত্যাগের আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি তাকে দূর করতে চাই। কারণ তিনি ইতোমধ্যে যথেষ্ঠ ক্ষতি করেছেন।’ ইলিনয়ের রিপাবলিখান অ্যাডাম কিলিঞ্জার বলেন, ‘আমি অবশ্যই সংবিধানের ২৫তম ধারাকে সমর্থন দেবো।’ নেব্রাস্কার সিনেটর বেন সেসি বলেন, ‘আমি প্রেসিডেন্টের অভিশংসনের বিষয়টি নিয়ে ভাবছি।’

[৫]এদিকে শনিবার হাউসের ৭জন রিপাবলিকান সদস্য নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা এক চিঠিতে স্পিকার ন্যান্সি পেলোসির আনতে যাওয়া ট্রাম্পের অভিশংসনের বিল আটকাতে অনুরোধ জানায়। চিঠিতে তারা বলেন, ‘মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েকদিন পূর্বে প্রেসিডেন্টকে অভিশংসনের দ্বিতীয় প্রক্রিয়া অপ্রয়োজনীয়। তারা বাইডেনকে লেখে, এই অভিশংসন মার্কিনিদের এক করতে আপনার প্রচেষ্টাকে খর্ব করবে এবং মহামারী ও অর্থনৈতিক অস্থিতিশীলতার এই সময়ে আরো বিভেদ ডেকে আনবে।’

[৬] প্রসঙ্গত, এর আগে ডেলাওয়ারে দেয়া এক বক্তৃতায় বাইডেন নিজেও ট্রাম্পের অভিশংসনের পক্ষে মত দেন নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়