লালমনিরহাট প্রতিনিধিঃ [২] লালমনিরহাটে শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক (ডিসি) আবু জাফর।
[৩] শুক্রবার (৮ জানুয়ারি) রাতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সুকানদিঘী গুচ্ছগ্রামসহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কনকনে শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অসহায়রা।
[৪]এসময় জেলা প্রশাসক আবু জাফর বলেন, এই কনকনে শীতে কোনো দুস্থ পরিবার যেন সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র থেকে বাদ না যায় তাই সরকারের নির্দেশনায় এসব মানুষের পাশে দাঁড়াচ্ছি। সন্ধ্যা থেকে শুরু হয়ে এ কম্বল বিতরণ চলে মধ্যরাত পর্যন্ত। এই শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।