সুজন কৈরী: [২] পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় অভিযান চারিয়ে বিপুল পরিমান চোলাই মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০। আটকরা হলেন- আইজির রাম মা (৪৫), ওরা রাম মা (৪২) ও আপার বাবু (৪০)।
[৩] র্যাব-১০ এর এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, শুক্রবার রাতে ব্যাটালিয়নের একটি দল গেন্ডারিয়ার দয়াগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় ১ হাজার লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মদ ছাড়াও তাদের থেকে নগদ ১ হাজার ৮৩৭টাকা উদ্ধার করা হয়েছে।
[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে গেন্ডারিয়া থানাসহ ঢাকা শহরের আশেপাশের এলাকায় মাদক ব্যবসা করছিলেন।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা এনায়েত কবির সোয়েব।