সিমু নাসের : আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময় বলি, এই টাকাপয়সার কষ্ট আর ভালো লাগে না, ইস! আমার বাবার কেন এতো এতো টাকা থাকলো না, আমি খালি উড়ায়ে বেড়াতাম। চাই, আমি যেন কোটি কোটি টাকার মালিক হই, আমার চারপাশে থাকবে মেয়েদের ভিড়, যাকে চাইবো তাকেই পাবো। দামি গাড়ি থাকবে, বাড়ি থাকবে। হতে চাই সেলিব্রিটি। টিভিতে মুখ দেখাতে চাই, সিনেমায় অভিনয় করতে চাই, বই লিখে জনপ্রিয় হতে চাই।
এমন একটা যা চাই, তাই পাই মার্কা জীবন শেষে আমরা অবশ্যই চাই দেশের সর্বোচ্চ ক্ষমতাধর (পৃথিবীর হলে তো আরও ভালো) মানুষ হতে-প্রেসিডেন্ট হতে। এমনকি আমরা স্কুলে থাকতে রচনাও লিখি- একদিনের জন্য প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন দেখি আমার আদর্শে কোটি কোটি লোক ঝাপিয়ে পড়বে, জীবন দেবে। আমরা স্বপ্ন দেখি জনগণ ও দেশের কল্যাণে যুগের পর যুগ ধরে আমরা ক্ষমতায় থাকবো।
আমাদের সবার চূড়ান্ত চাওয়াময় ভোগবাদী স্বপ্নের একটা জীবন একাই ধারণ করে আছেন ট্রাম্প। তাই আমরা সবাই তাকে এতো হিংসা করি। কিন্তু আমরা সবাই আসলে ট্রাম্প হতে চাই।