শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ১০:২৮ দুপুর
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে বাম্পার ফলনের সম্ভাবনা, সরিষায় স্বপ্ন দেখছে পদ্মা পাড়ের চাষিরা

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলে পদ্মা পাড়ের বিভিন্ন এলাকা মৌ মৌ গন্ধে চারিদিক মাতোয়ারা। নজর কাঁরছে সরিষার হলুদ ফুলের সমারোহ। সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য পাল্টে দিয়েছে উপজেলার ছোট ভাকলা, দেবগ্রাম, উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নের ফসলের মাঠের দৃশ্যপট। শীতের শিশিরভেজা সকালে ঘন কুয়াশার চাদরে মোড়ানো মাঠ দেখে মন জুড়িয়ে যায়।

[৩] গত বছর সরিষার ফলন ভালো ও দাম বেশী পাওয়ায় এ মৌসুমে গোয়ালন্দ উপজেলার বিস্তির্ণ এলাকা জুরে ব্যাপক সরিষার আবাদ করা হয়েছে। ইতমধ্যে সরিষায় বীজও আসতে শুরু করেছে। বিভিন্ন এলাকায় ঘুরে এমনি চিত্র দেখা যায়।

[৪] কৃষকরা জানান, সরিষা চাষে খরচ কম কিন্তু লাভটা অনেক বেশী। ক্ষেতে সার একবারের বেশী দিতে হয় না, পরিশ্রমও অনেক কম। ধানসহ অন্যান্য খাদ্যশস্য উৎপাদন করতে যেমন পরিশ্রম হয়, তেমনি খরচও হয় অনেক। কিন্তু বাজারে ন্যায্যমূল্য পাওয়া না। অল্প সময়ে স্বল্প খরচে ও পরিশ্রম কম হওয়ায় এ অঞ্চলের কৃষকরা সরিষা চাষেই বেশী আগ্রহী হয়ে উঠছে। কাজেই সরিষাসহ বিভিন্ন কৃষিপণ্যের ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা আরো বাড়ালে এখানকার কৃষকরা আরো বেশী উপকৃত হতো।

[৫] গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রকিবুল ইসলাম জানান, এ বছর সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১হাজার ২শ ৭০ হেক্টর জমিতে। কিন্তু গত বছর ফলন ভালো ও দাম বেশী পাওয়ায় এবার এ অঞ্চলে কৃষকরা বারি-১৪, ১৭, ১৮ ও বিনা সরিষা-৪ এবং মাঘি সরিষা টরি-৭সহ নানা জাতের ১হাজার ৪শ ৬৫ হেক্টর জমিতে সরিষার আবাদ করেছে। এ অঞ্চলে প্রতিবিঘা জমিতে ৫মণ পর্যন্ত সরিষার ফলন হয়। অনুকুল আবহাওয়া থাকলে এবারও সরিষার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীতে এই অঞ্চলের ভোজ্যতেলের চাহিদা পূরণের জন্য সরিষার পাশাপাশি তিল, তিসিসহ অন্যান্য তৈলবীজ আবাদের জন্য কৃষকদের আগ্রহী করতে উদ্দ্যোগ নিয়েছি বলে জানান তিনি। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়