শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ০১:৫৬ রাত
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সালথায় শ্রমিকলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের সালথা উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুর রহমান শাহিনের উপর বর্বোরচিত হামলার প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় শাহিনের নিজ এলাকা বল্লভদী ইউনিয়ন শ্রমিকলীগ ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

[৩] বল্লভদী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মারুফ হোসেন বকুল চৌধুরী, সালথা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জাহিদ ফকির প্রমুখ। মানববন্ধনে আহত শাহিনের পারিবারের সদস্যরাসহ কয়েক’শ লোক অংশ নেয়।

[৪] এসময় বক্তারা বলেন, শ্রমিকলীগ নেতা শাহিনের উপর পরিকল্পিত হামলার মূলহোতা দুলাল কাজী ও আউয়াল মুন্সীসহ তাদের সন্ত্রাসী বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে।

[৫] উল্লেখ্য, ৩০ ডিসেম্বর সন্ধ্যার পর উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী বাজার থেকে বাড়ি ফেরার পথে কুন্ডুপাড়া এলাকায় শাহিনকে ধাঁরালো অস্ত্র দিয়ে এলোপাঁথাড়ী কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শাহিনের স্ত্রী বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় সরোয়ার মুন্সী নামে এক আসামী গ্রেফতার করেছেন।

[৬] সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আসামীদের গ্রেফতার করতে জোর তৎপরতা চলছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়