শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৭:৪০ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নায়িকা নয় আমিই বিশ্বসুন্দরী: চম্পা

ইমরুল শাহেদ: এক সময়ের দাপুটে অভিনেত্রী চম্পা, যাকে মুম্বাইয়ের প্রয়াত অভিনেতা ওম পুরী বাংলাদেশের শাবানা আজমি বলে সম্বোধন করতেন, লকডাউন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ঘরেই আছেন। মাঝে মধ্যে বের হয়ে নাতিদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আসেন। তিনি সর্বশেষ কাজ করেছেন গত বছরের মার্চ মাসে একটি টেলিভিশন নাটকে। চম্পা বলেন, কোভিডের দাপট না কমা পর্যন্ত তিনি কাজে ফিরে যাবেন না।

সম্প্রতি চম্পা অভিনীত বিশ্বসুন্দরী ছবিটি মুক্তি পেয়েছে। ছবির শুরু থেকে শেষ পর্যন্তও তার উপস্থিতি আড়ালে রাখা হয়েছে। অনেকে মনে করেছেন বিশ্বসুন্দরী হলেন পরী মনি। আসলে তা নয়। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন চম্পা। অর্থাৎ চম্পাই হলেন বিশ্বসুন্দরী। ছবিটিতে চম্পাকে দেখানো হয়েছে একজন বীরাঙ্গনা হিসেবে। তার স্বামী নেই, আছে একটি সন্তান আছে। এই সন্তানকে নিয়েই তার জীবন। চম্পা বলেন, ‘ছবিটির পরিচালক চয়নিকা চৌধুরী মানুষের ধারণাকে বদলে দিয়েছে। নায়িকাই বিশ্বসুন্দরী হবে এমন কোনো কথা নেই।

একজন সন্তানের জননীও যে বিশ্বসুন্দরী হতে পারে সেটাই ছবিতে দেখানো হয়েছে। দর্শক ছবি দেখে চমকিত হয়েছেন। তারা এক ভাবনা নিয়ে ছবি দেখতে গিয়েছেন, বের হয়েছেন অন্য ধারণা নিয়ে। আমার চরিত্রটি দেখানো হয়েছে - আমি একজন দেশপ্রেমিক ও ব্যবসায়ী নারী। বীরাঙ্গনা এই নারীই তার ছেলের চোখে বিশ্বসুন্দরী।’ তিনি বলেন, ‘প্রচারে আমার নাম আনা হয়নি। পরিচালকের আগাগোড়াই পরিকল্পনা ছিল একটা চমক তৈরি করা। সেটা তিনি করতে পেরেছেন।’ তিনি বলেন, ‘পুরো ছবিটাই আমাকে নিয়ে।’

চম্পা মডেলিংয়ের মাধ্যমে গ্ল্যামার জগতে কর্মজীবন শুরু করেন। তারপর টিভি নাটকে অভিনয় করতে থাকেন এবং জনপ্রিয় হয়ে ওঠেন। শিবলী সাদিক পরিচালিত তিন কন্যা চলচ্চিত্রের মাধ্যমে চম্পা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন। এই চলচ্চিত্রে তারা তিন বোন সুচন্দা, ববিতা ও চম্পা একত্রে অভিনয় করেন। তিনি সত্যজিৎ তনয় স›দ্বীপ রায়ের ‘টার্গেট’ এবং বুদ্ধদেব দাশ গুপ্তের ‘লালদরজা’ ছবিতে অভিনয় করে শিল্পশোভন চলচ্চিত্রেরও একজন অবিসংবাদিত অভিনেত্রী হয়ে উঠেন। এছাড়া তিনি পদ্মা নদীর মাঝি, অন্য জীবন ও উত্তরের খেপ চলচ্চিত্রে অভিনয় করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়