শিরোনাম
◈ ১৯৭১-এর বিজয় স্মরণে মোদির পোস্ট, বাংলাদেশের নাম না থাকায় প্রশ্ন ◈ বিভাজন ও হিংসা ভুলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার: তারেক রহমান ◈ হাদি হত্যা চেষ্টা: ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কে এই দাঁতভাঙা কবির? ◈ আজ থে‌কে ঢাকায় শুরু আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা  ◈ আয়ের সঙ্গে ব্যয় মিলাতে পারছেন না সাধারণ মানুষ ◈ মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রাপ্য মূল্যায়ন থেকে বঞ্চিত করা হয়েছে: জামায়াত আমির ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করলেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার ◈ নিরাপত্তার স্বার্থে আজ ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ: জানালো ডিএমটিসিএল ◈ বিজয় দিবসে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির বিনম্র শ্রদ্ধা ◈ বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৭:১৬ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরের ম‌নিরামপুরে চা দোকা‌নির লাশ উদ্ধার

র‌হিদুল খান: [২] যশোরের মণিরামপুর উপজেলার খালিয়া গ্রামের মাঠ থেকে জালাল বিশ্বাস নামে এক চা দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৩] বৃহষ্পতিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জালাল বিশ্বাস ওই গ্রামের আজিবর বিশ্বাসের ছেলে।

[৪] স্থানীয় খালিয়া মোড়ে তার চা দোকান রয়েছে। দীর্ঘ ২০ বছর ধরে তিনি সেখানে চা বিক্রি করেন।

[৫] আব্দুল জলিল বৃহস্পতিবার ভোর ৪টা ১৫ মিনিটে বাড়ি থেকে দোকানের উদ্দেশে বের হন। এরপর কে বা কারা তাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। পরে বাড়ির অদূরে রাস্তার ধারে আব্দুল গনি নামে এক ব্যক্তির ধান ক্ষেতে লাশ ফেলে মাথা ও মুখের উপর মাটি চাপা দিয়ে রাখে। সকালে খেজুর রস পাড়তে যাওয়ার সময় আবু তালেব নামে একব্যক্তি লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

[৬] এদিকে খবর পেয়ে মণিরামপুর সদর সার্কেলের এএসপি সোয়েব আহমেদ খান, মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান ও রাজাগঞ্জ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শাহজাহান আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

[৭] নিহতের বোন আকলিমা বলেন, দোকানে যাওয়ার সময় ভাই বলেছিলো সকালে তার জন্য রুটি নিয়ে যেতে। সাথে ভাবিকে নিতে বলেছিলো। বলেছিল, আমাদের নিয়ে ভাই একজায়গায় যাবে।

[৮] আব্দুল জলিলের স্ত্রী শাহিদা বেগম বলেন, প্রতিদিন ফজরের আজানের আগে দোকানে যান আমার স্বামী। আজও সেই সময়ে উঠে দোকানে রওয়ানা হন। পরে সকালে তার লাশের খবর পাই। কারো সঙ্গে আব্দুল জলিলের শত্রুতা ছিলো কিনা তা জানাতে পারেননি শাহিদা বেগম।

[৯] স্থানীয় ঝাঁপা ইউপি চেয়ারম্যান সামছুল হক মন্টু বলেন, গ্রামে কারো সাথে আব্দুল জলিলের শত্রুতা ছিলো না।

[১০] মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, প্রাথমিকভাবে হত্যার ব্যাপারে কিছু জানা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়