শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ১০:৩০ দুপুর
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যারা ভাস্কর্য ইস্যু নিয়ে ছিনিমিনি খেলছেন, তারা চিহ্নিত ষড়যন্ত্রকারী: স্বরাষ্ট্রমন্ত্রী

সমীরণ রায়: [২] আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, এ দেশের সংস্কৃতিমনা বাঙালি কখনো ভাস্কর্য ভাঙচুর করতে পারে না। ভাস্কর্যের ওপর আঘাত কেন? এটা আমাদের বুঝতে হবে। অনেক মুসলিম নেতাদের ভাস্কর্যও পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে। প্রজন্ম থেকে প্রজন্ম যেন ইতিহাস চিনতে পারে। হৃদয়ে ধারণ করতে পারে-এজন্য ভাস্কর্য স্থাপন করা হয়। এটা নিয়ে শিগাগিরই ভুল বোঝাবুঝির অবসান হবে। ভাস্কর্য পুজার জিনিস নয়, এটি স্মৃতি ধরে রাখার জিনিস, হৃদয়ে ধারণ করার বিষয়।

[৩] তিনি বলেন, ভাস্কর্য রক্ষার দায়িত্ব আমাদের সবার। কোথাও এমন ঘটনা ঘটলে কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। যারা করছেন তাদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দেবেন।

[৪] স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। কুষ্টিয়ায় শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয় যারা বাঘা যতিনের ভাস্কর্য ভাংচুর করেছে তাদেরকেও চিহ্নিত করে মামলা দায়ের করা হয়েছে। তাদের আইন অনুযায়ী বিচার হবে।

[৫] তিনি আরও বলেনর, গঠনতন্ত্র মেনে ধাপে ধাপে ইউনিট থেকে শুরু করে সব পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে দলকে শক্তিশালী করা হবে। যাতে করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যে দুর্বার গতিতে এগিয়ে চলছে সেই গতি ঠিক থাকে। কমিটিতে নতুন যারা আছেন সবাই পরীক্ষিত নেতা। আপনারা ইউনিট, ওয়ার্ডগুলোকে শক্তিশালী করুন।

[৬] মঙ্গলবার ঢাকার ধানমণ্ডির হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

[৭] সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়