শিরোনাম
◈ জেরুজালেমে জাতিসংঘের সদর দপ্তর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল ইসরায়েল ◈ ইমামকে অনন্য সম্মান দেখালেন তারেক রহমান  ◈ ১৯ দিনে রেমিট্যান্স এল ২৫ হাজার ৯০০ কোটি টাকা ◈ সংবিধান সংস্কারের বিপক্ষে জাপার ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিলেন জি এম কাদের ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও)

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ১০:৩০ দুপুর
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যারা ভাস্কর্য ইস্যু নিয়ে ছিনিমিনি খেলছেন, তারা চিহ্নিত ষড়যন্ত্রকারী: স্বরাষ্ট্রমন্ত্রী

সমীরণ রায়: [২] আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, এ দেশের সংস্কৃতিমনা বাঙালি কখনো ভাস্কর্য ভাঙচুর করতে পারে না। ভাস্কর্যের ওপর আঘাত কেন? এটা আমাদের বুঝতে হবে। অনেক মুসলিম নেতাদের ভাস্কর্যও পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে। প্রজন্ম থেকে প্রজন্ম যেন ইতিহাস চিনতে পারে। হৃদয়ে ধারণ করতে পারে-এজন্য ভাস্কর্য স্থাপন করা হয়। এটা নিয়ে শিগাগিরই ভুল বোঝাবুঝির অবসান হবে। ভাস্কর্য পুজার জিনিস নয়, এটি স্মৃতি ধরে রাখার জিনিস, হৃদয়ে ধারণ করার বিষয়।

[৩] তিনি বলেন, ভাস্কর্য রক্ষার দায়িত্ব আমাদের সবার। কোথাও এমন ঘটনা ঘটলে কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। যারা করছেন তাদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দেবেন।

[৪] স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। কুষ্টিয়ায় শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয় যারা বাঘা যতিনের ভাস্কর্য ভাংচুর করেছে তাদেরকেও চিহ্নিত করে মামলা দায়ের করা হয়েছে। তাদের আইন অনুযায়ী বিচার হবে।

[৫] তিনি আরও বলেনর, গঠনতন্ত্র মেনে ধাপে ধাপে ইউনিট থেকে শুরু করে সব পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে দলকে শক্তিশালী করা হবে। যাতে করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যে দুর্বার গতিতে এগিয়ে চলছে সেই গতি ঠিক থাকে। কমিটিতে নতুন যারা আছেন সবাই পরীক্ষিত নেতা। আপনারা ইউনিট, ওয়ার্ডগুলোকে শক্তিশালী করুন।

[৬] মঙ্গলবার ঢাকার ধানমণ্ডির হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

[৭] সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়