বাশার নূরু।।[২] কোনো কোনো পত্রপত্রিকা ছাত্রলীগের সামান্য কোনো খুঁত পেলেও সেটাকে বড় করে খবর প্রকাশ করে থাকে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়টিকে ওইসব পত্রিকার দীনতা ও ব্যর্থতা আখ্যা দিয়ে তিনি বলেছেন, এগুলোকে পাত্তা দেন না তিনি।
[৩] ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, তোমরা যে কাজগুলো করে গেছো, তার জন্য সবসময় সাধুবাদ জানাই। আমি জানি, হয়তো ক্ষেত্রবিশেষে কোথাও কোথাও দুয়েকটা ঘটনা ঘটে। আর আমাদের কিছু পত্রপত্রিকা আছে, যতই ভাল কাজ করো— সেটা লেখার তাদের যোগ্যতা নাই। যদি কোথাও এতটুকু খুঁত পায়, সেটা বড় করে লিখতে পারে। এটা তাদের একটা দৈন্য, একটা ব্যর্থতা। কাজেই এগুলোকে বেশি একটা হিসাবে ধরি না।
[৪] সোমবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি কেআইবি মিলনায়তনে যুক্ত ছিলেন।