ইসমাঈল ইমু: [২] সোমবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জটিলতা নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ফরচুন দোকান মালিক সমিতি।
[৩] লিখিত বক্তব্যে জানানো হয়, ফরচুন ফাউন্ডেশন লিমিডেটেডের পরিচালকবৃন্দ ফরচুন শপিং মল দোকান মালিক সমবায় সমিতি নামে একটি কমিটি গঠন করে। কিন্তু ওই কমিটির কোনো সদস্যের দোকান ওই শপিং মলে নেই। তারা সম্পূর্ণ অবৈধভাবে বাংলাদেশ দোকান মালিক সমিতির অনুমোদন লাভ করে।
[৪] এই কমিটির সদস্যরা গত ৬ আগস্ট শপিং মলের সমিতির অফিসে এসে সবাইকে জিম্মি করে ৩ কোটি টাকা চাঁদা দাবি করে। দিতে অস্বীকৃতি জানালে তারা লকারে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ মোট ৫০ লাখ ৭০ হাজার ৪’শ ১৩ টাকা লুট করে ও মূল্যবান আসবাবপত্র ভাংচুর করে।
[৫] এ ঘটনায় রমনা থানায় মামলা করতে গেলে ওসি মামলা নিতে অস্বীকৃতি জানায়, পরে একটি জিডি করা হয়। পরে তাদের বিরুদ্ধে আদালতে একটি মামলা করা হয়, যা পিবিআই তদন্ত করছে। এই দুর্নীতি-অনিয়ম, দখলদারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান তারা।
[৬] সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফরচুন দোকান মালিক সমিতির সভাপতি মো. মুখলেছুর রহমান, ফরচুন দোকাল মালিক সমবায় সমিতির সভাপতি ও রমনা ও হাতিরঝিল থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ্ব মোখলেসুর রহমান, ফরচুন শপিং মলের পরিচালক মো. আবুল হোসেন মিয়াসহ অন্যান্যরা।