হেলাল মহিউদ্দীন : সপ্তাহ দুয়েক আগে প্রথম আলোর একটি প্রতিবেদনকে উপজীব্য করে এক পরিচিতজন অনুযোগ করলেন, ‘আপনারা সমাজবিজ্ঞানীরা কী করেন? যদি পারেন বিবাহ-বিচ্ছেদ মহামারী ঠেকান।’ পালটা প্রশ্ন করেছিলামÑআগে বলেন, বিবাহ-বিচ্ছেদ মহামারি কেন হচ্ছে? তিনি বললেন, সেলফোন, ইন্টারনেট ইত্যাদির কারণে বিচ্ছেদ বাড়ছে। বললাম, ‘তাহলে তো সেলফোন, ইন্টারনেট ঠেকাতে হয়, বিবাহ-বিচ্ছেদ ঠেকাতে বলছেন কেন?’ তিনি বিরক্ত হয়ে বললেন, ‘দ্যাখেন, পরকীয়ার কারণে এ সব হচ্ছে’। বললাম, তাহলে তো পরকীয়া ঠেকাতে হয়,
বিবাহ-বিচ্ছেদ ঠেকাতে বলছেন কেন?
তিনি সম্ভবত আরও বিরক্ত হলেন। বললেন, ‘মূল্যবোধের অবক্ষয়’ হতে এ সব হচ্ছে। বললাম, তাহলে মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে না বলে বিবাহ-বিচ্ছেদ ঠেকাতে বলছেন কেন? তাকে দোষ দেওয়া যায় না। সমাজবিজ্ঞানের একটি শাখার নাম ফ্যামিলি স্টাডিজ বা পরিবারবিদ্যা। ‘বিবাহবিচ্ছেদ’ এই শাখার একটি আলোচ্য বিষয়। বাংলাদেশের সমাজবিজ্ঞানে এই শাখাটির পঠন-পাঠন নেই। ফলে বিবাহ-বিচ্ছেদ বিষয়ে অবৈজ্ঞানিক হিস্টিরিয়া ও স্টিগমা আছে। হিস্টিরিয়াগুলো কাটানো দরকার।