শিরোনাম
◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা ◈ জ্বালাময়ী যে বক্তব্যের পর বেগম খালেদা জিয়াকে আর জনসমাবেশ করতে দেওয়া হয়নি (ভিডিও) ◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার ◈ ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২১, ০৮:১৪ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২১, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেনের জয় ঠেকিয়ে দেয়ার সর্বশেষ চেষ্টায় ট্রাম্পের পক্ষে ১১ সিনেটর, ৬ জানুয়ারীকে ঘিরে শঙ্কা

লিহান লিমা: [২] আগামী ৬ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সর্বশেষ সাংবিধানিক প্রক্রিয়া কংগ্রেসের যৌথ অধিবেশন অনুষ্ঠিত হবে। ঠিক এইক্ষণেই দেশটির রিপাবলিকান দলের প্রভাবশালী সিনেটর টেড ক্রুজসহ মোট ১১জন আইনপ্রণেতা বলেছেন, তারা কংগ্রেসের যৌথ অধিবেশনে ইলেক্টোরাল কলেজের ভোট অনুমোদনে আপত্তি উপস্থাপন করবেন। এপি/গার্ডিয়ান

[৩] যৌথ বিবৃতিতে তারা বলেছেন, কংগ্রেস একটি ইলেকটোরাল কমিশন গঠন করে তদন্ত করবে এবং নির্বাচনে বিরোধের রাজ্যগুলোর আইনপ্রণেতাদের ইলেকটোরাল ভোটের ব্যাপারে সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা দেবে। নির্বাচনে অনিয়মের অভিযোগ ওপর এই ১০ দিনের নিরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত তাঁরা ফলাফল মেনে নেবেন না।

[৪] উচ্ছ্বসিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইটবার্তায় বলেছেন, ‘এই সিনেটররা সত্য জানার পর এগিয়ে এসেছেন। দেশ তাদের মনে রাখবে। শীঘ্রই সত্য বেরিয়ে আসছে।’

[৫] প্রভাবশালী ডেমোক্রেট সিনেটর এমি ক্লবুচার বলেছেন, ‘নতুন তদন্ত কমিশন গঠনের এই আহ্বান মার্কিন জনগণের ভোটাধিকার অবমাননার প্রয়াস। এটি অগণতান্ত্রিক। এমন প্রয়াস ব্যর্থ হবে।’ মিনেসোটার সিনেটর অ্যামি ক্লোবুচার বলেন, ‘২০ জানুয়ারি জো বাইডেন ও কামালা হ্যারিসের অভিষেক হবে। এটি কোনো অবস্থাতেই বদলাবে না।’

[৬] এদিকে মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা গিয়েছে, উচ্চকক্ষ সিনেট ছাড়াও প্রতিনিধি পরিষদের আরো শতাধিক আইনপ্রণেতারা এই দলে যোগ দিতে পারেন। কংগ্রেসের উভয় কক্ষে আইনপ্রণেতারা আপত্তি ওঠালে প্রতিটি আপত্তির জন্য আলাদা বিতর্ক ও ভোট হতে পারে। বাইডেন- কামালা অভিষেকের পূর্বে এমন পরিস্থিতি মার্কিন রাজনীতিকে ঘিরে শঙ্কা তৈরি করেছে। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তার মধ্যপ্রাচ্য সফর স্থগিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়