শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২১, ০৩:৫২ রাত
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২১, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে অন্য জাতে বিয়ে, তরুণকে কুপিয়ে খুন হরিয়ানায়

রাশিদুল ইসলাম : [২] গত তিনদিনে হরিয়ানায় দুটি অনার কিলিংয়ের ঘটনা ঘটল। এবার নীরজ নামের ২৩ বছরের এক তরুণকে কুপিয়ে খুব করেছে তার শ্যালক। অন্য জাতের মেয়েকে ভালবেসে বিয়ে করায় তরুণীর দাদা এই ঘটনা ঘটিয়েছে। প্রকাশ্য রাস্তায় সবার সামনে ঘটে এই নৃশংস ঘটনা। দি ওয়াল

[৩] শুক্রবার রাতে হরিয়ানার পানিপত এলাকায় ব্যস্ত রাস্তায় এই ঘটনা ঘটে। রাস্তার উপরে থাকা সিসিটিভিতে দেখা গিয়েছে, খুনের পরে সেখান থেকে পালিয়ে যাচ্ছে অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, নীরজকে অন্তত ১২ বার ছুরির কোপ মেরেছে আততায়ী। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। কিন্তু এখনও তার কোনও খোঁজ পাওয়া যায়নি।

[৪] নীরজের দাদা জগদীশের অভিযোগ, অভিযুক্ত ফোন করে নীরজকে ডেকে পাঠায়। সে জানায় তারা একটু কথা বলতে চায়। কিন্তু সেখানে অভিযুক্ত ছাড়াও আরও অনেকে ছিল। এমনকি আততায়ী নাকি নিজের বোনকে ফোন করে জানায়, ‘তুমি তাড়াতাড়ি কাঁদবে।’

[৫] জগদীশ আরও জানিয়েছেন, ‘দেড় মাস আগে আমার ভাই বিয়ে করে। তারপর থেকে ওরা আমার ভাইকে ভয় দেখাচ্ছিল। আমরা পুলিশের কাছে সুরক্ষাও চেয়েছিলাম। কিন্তু আমাদের আবেদন শোনা হয়নি। আমরা গ্রাম পঞ্চায়েতের সভাতেও এই কথা জানাই। ওরা আমাদের আবার ফোন করে বলেছে, আরও অনেক মৃত্যু হবে।’

[৬] পানিপতের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ সতীশ কুমার জানিয়েছেন, ‘ছেলে ও মেয়ে উভয়ের পরিবারই বিয়েতে রাজি হয়েছিল। এই বিষয়ে একটি লিখিত সম্মতি গ্রামের পঞ্চায়েত বৈঠকে তারা দিয়েছিল। কিন্তু মেয়েটির দাদা-ভাইরা এই বিষয়টা মানতে পারেনি। তারা দম্পতিকে ভয় দেখাচ্ছিল।’

[৭] এই ঘটনার পরেই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ছাড়াও আরও অনেকে সেখানে ছিল বলে জানা গিয়েছে। তাদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ।

[৮] দু’দিন আগেই এই ধরনের একটি ঘটনা ঘটেছে রোহতকে। সেখানে একটি আদালতে রেজিস্ট্রি করে বিয়ে করতে যাওয়ার সময় একটি মেয়েকে গুলি করে খুন করে তার নিজের কাকা। ছেলেটিকেও গুলি করা হয়। কিন্তু গুরুতর জখম হলেও বেঁচে আছে সে। তারা দু’জনেই জাট সম্প্রদায়ের হলেও আলাদা গ্রামের বাসিন্দা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়