শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২১, ০৩:৫২ রাত
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২১, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে অন্য জাতে বিয়ে, তরুণকে কুপিয়ে খুন হরিয়ানায়

রাশিদুল ইসলাম : [২] গত তিনদিনে হরিয়ানায় দুটি অনার কিলিংয়ের ঘটনা ঘটল। এবার নীরজ নামের ২৩ বছরের এক তরুণকে কুপিয়ে খুব করেছে তার শ্যালক। অন্য জাতের মেয়েকে ভালবেসে বিয়ে করায় তরুণীর দাদা এই ঘটনা ঘটিয়েছে। প্রকাশ্য রাস্তায় সবার সামনে ঘটে এই নৃশংস ঘটনা। দি ওয়াল

[৩] শুক্রবার রাতে হরিয়ানার পানিপত এলাকায় ব্যস্ত রাস্তায় এই ঘটনা ঘটে। রাস্তার উপরে থাকা সিসিটিভিতে দেখা গিয়েছে, খুনের পরে সেখান থেকে পালিয়ে যাচ্ছে অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, নীরজকে অন্তত ১২ বার ছুরির কোপ মেরেছে আততায়ী। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। কিন্তু এখনও তার কোনও খোঁজ পাওয়া যায়নি।

[৪] নীরজের দাদা জগদীশের অভিযোগ, অভিযুক্ত ফোন করে নীরজকে ডেকে পাঠায়। সে জানায় তারা একটু কথা বলতে চায়। কিন্তু সেখানে অভিযুক্ত ছাড়াও আরও অনেকে ছিল। এমনকি আততায়ী নাকি নিজের বোনকে ফোন করে জানায়, ‘তুমি তাড়াতাড়ি কাঁদবে।’

[৫] জগদীশ আরও জানিয়েছেন, ‘দেড় মাস আগে আমার ভাই বিয়ে করে। তারপর থেকে ওরা আমার ভাইকে ভয় দেখাচ্ছিল। আমরা পুলিশের কাছে সুরক্ষাও চেয়েছিলাম। কিন্তু আমাদের আবেদন শোনা হয়নি। আমরা গ্রাম পঞ্চায়েতের সভাতেও এই কথা জানাই। ওরা আমাদের আবার ফোন করে বলেছে, আরও অনেক মৃত্যু হবে।’

[৬] পানিপতের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ সতীশ কুমার জানিয়েছেন, ‘ছেলে ও মেয়ে উভয়ের পরিবারই বিয়েতে রাজি হয়েছিল। এই বিষয়ে একটি লিখিত সম্মতি গ্রামের পঞ্চায়েত বৈঠকে তারা দিয়েছিল। কিন্তু মেয়েটির দাদা-ভাইরা এই বিষয়টা মানতে পারেনি। তারা দম্পতিকে ভয় দেখাচ্ছিল।’

[৭] এই ঘটনার পরেই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ছাড়াও আরও অনেকে সেখানে ছিল বলে জানা গিয়েছে। তাদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ।

[৮] দু’দিন আগেই এই ধরনের একটি ঘটনা ঘটেছে রোহতকে। সেখানে একটি আদালতে রেজিস্ট্রি করে বিয়ে করতে যাওয়ার সময় একটি মেয়েকে গুলি করে খুন করে তার নিজের কাকা। ছেলেটিকেও গুলি করা হয়। কিন্তু গুরুতর জখম হলেও বেঁচে আছে সে। তারা দু’জনেই জাট সম্প্রদায়ের হলেও আলাদা গ্রামের বাসিন্দা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়