শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কিন রাষ্ট্রদূত ◈ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা ◈ শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড ◈ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ◈ স্বর্ণের ভরি কি খুব শিগগিরই ৩ লাখ টাকা ছাড়াবে? ◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ 

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২১, ০২:৪০ রাত
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২১, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিআরএসের সময় বাতিল হোক, আম্পায়ারস কল চান আইসিসির সাবেক আম্পায়ার হার্পার

স্পোর্টস ডেস্ক: [২] আইসিসির সাবেক আম্পায়ার ড্যারেল হার্পার মনে করছেন, ডিআরএস এর সময় ‘আম্পায়ারস কল’ বাতিল হওয়া উচিত। প্রযুক্তির পুরোপুরি সুবিধা পেতেই এমন পরামর্শ দিয়েছেন তিনি। ২০১৬ সালে ‘আম্পায়ারস কল’ নিয়ে আসে আইসিসি। কোনও দল আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নিলে মাঠের আম্পায়ার তার সিদ্ধান্ত জানিয়ে দেন তৃতীয় আম্পায়ারকে।

[৩] খুব সূক্ষ্ম কোনও সিদ্ধান্ত নেওয়ার হলে সেই সিদ্ধান্তকেই মান্যতা দেন তৃতীয় আম্পায়ার। এতেই আপত্তি হার্পারের। তিনি বলেন, অনেক হয়েছে ‘আম্পায়ারস কল’। এবার এটা বাতিল করা উচিত। কোনও বিতর্কের মানেই হয় না। বল উইকেটে লাগলে বেল পড়বেই। ৪৮- ৪৯ শতাংশে কিছুই এসে যায় না।’

[৪] ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে খুশি ছিলেন না শচীন টেন্ডুলকার। তিনি আইসিসির কাছে আবেদন জানিয়েছিলেন ডিআরএস এ ‘আম্পায়ারস কল’এর সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করার। হার্পার বলেন, ১২ বছর ধরে দর্শকরা রহস্যে। ক্রিকেটাররা রহস্যে। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠা উচিত নয়। আইসিসির এবার এটা নিয়ে ভাবার সময় এসেছে।

[৫] প্রসঙ্গত ভারত - অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইনের রান আউট নিয়ে প্রশ্ন ওঠে। তিনি ক্রিজে ঢুকতে পেরেছিলেন কি না সেই নিয়ে সন্দেহ দেখা দেয়। হার্পারের মতে অস্ট্রেলিয়ানরা বলবে ক্রিজের ভেতরে ছিল, ভারতীয়রা বলবে ক্রিজের বাইরে। কিন্তু এর মাঝের দৃশ্য দেখলে বোঝা যাবে ওটা আউট ছিল। টেকনোলজির সাহায্য নিয়েও এই মতপার্থক্য মানতে পারছেন না হার্পার। - আজকাল / জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়