শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২১, ০২:৪০ রাত
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২১, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিআরএসের সময় বাতিল হোক, আম্পায়ারস কল চান আইসিসির সাবেক আম্পায়ার হার্পার

স্পোর্টস ডেস্ক: [২] আইসিসির সাবেক আম্পায়ার ড্যারেল হার্পার মনে করছেন, ডিআরএস এর সময় ‘আম্পায়ারস কল’ বাতিল হওয়া উচিত। প্রযুক্তির পুরোপুরি সুবিধা পেতেই এমন পরামর্শ দিয়েছেন তিনি। ২০১৬ সালে ‘আম্পায়ারস কল’ নিয়ে আসে আইসিসি। কোনও দল আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নিলে মাঠের আম্পায়ার তার সিদ্ধান্ত জানিয়ে দেন তৃতীয় আম্পায়ারকে।

[৩] খুব সূক্ষ্ম কোনও সিদ্ধান্ত নেওয়ার হলে সেই সিদ্ধান্তকেই মান্যতা দেন তৃতীয় আম্পায়ার। এতেই আপত্তি হার্পারের। তিনি বলেন, অনেক হয়েছে ‘আম্পায়ারস কল’। এবার এটা বাতিল করা উচিত। কোনও বিতর্কের মানেই হয় না। বল উইকেটে লাগলে বেল পড়বেই। ৪৮- ৪৯ শতাংশে কিছুই এসে যায় না।’

[৪] ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে খুশি ছিলেন না শচীন টেন্ডুলকার। তিনি আইসিসির কাছে আবেদন জানিয়েছিলেন ডিআরএস এ ‘আম্পায়ারস কল’এর সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করার। হার্পার বলেন, ১২ বছর ধরে দর্শকরা রহস্যে। ক্রিকেটাররা রহস্যে। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠা উচিত নয়। আইসিসির এবার এটা নিয়ে ভাবার সময় এসেছে।

[৫] প্রসঙ্গত ভারত - অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইনের রান আউট নিয়ে প্রশ্ন ওঠে। তিনি ক্রিজে ঢুকতে পেরেছিলেন কি না সেই নিয়ে সন্দেহ দেখা দেয়। হার্পারের মতে অস্ট্রেলিয়ানরা বলবে ক্রিজের ভেতরে ছিল, ভারতীয়রা বলবে ক্রিজের বাইরে। কিন্তু এর মাঝের দৃশ্য দেখলে বোঝা যাবে ওটা আউট ছিল। টেকনোলজির সাহায্য নিয়েও এই মতপার্থক্য মানতে পারছেন না হার্পার। - আজকাল / জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়