শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২১, ১২:১৫ দুপুর
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২১, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেএমবির দিনাজপুর ও জয়পুরহাটের দাওয়াহ শাখার অন্যতম সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী: জয়পুরহাট সদরের জামালপুর ইউনিয়নের দাদড়া গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দিনাজপুর ও জয়পুরহাট জেলার দাওয়াহ শাখার অন্যতম সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতের নাম মো. মজিবুর রহমান (৪৮)।

শনিবার ভোর সোয়া ৫টায় এন্টি টেররিজম ইউনিটের এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এটিইউ’র পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) এম এম হাসানুল জাহিদ বলেন, গ্রেপ্তারের সময় মজিবুরের কাছ থেকে একটি মোবাইল ফোনসেট, জঙ্গিবাদ বিষয়ক বিপুল পরিমাণ ডকুমেন্টস, বই ও পুস্তিকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার মজিবুর দিনাজপুর এবং জয়পুরহাট জেলায় দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে সদস্য সংগ্রহ ও জেএমবিকে সংগঠিত করার কাজে নিয়োজিত ছিলেন।

এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বলেন, গ্রেপ্তার মজিবুর দেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করতে এবং জনসাধারণের ভিতর আতংক সৃষ্টি, ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্নক অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণ করছিলেন। এছাড়াও তিনি রাষ্ট্রীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা এবং প্রজাতন্ত্রের ক্ষয়ক্ষতি সাধনের জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম সংঘটনের ষড়যন্ত্র, অপরাধ সংঘটনের সহায়তা, সহযোগিতা এবং সন্ত্রাসী কর্মকান্ডে প্ররোচিত করায় জয়পুরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়