শিরোনাম
◈ আগামী নির্বাচনে কেউই একক নয়—জোট-সমীকরণে ব্যস্ত সব রাজনৈতিক দল ◈ চরম সংকটে থাকা যে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে (ভিডিও) ◈ নতুন সভাপতি নিয়োগ ২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে, দেখুন তালিকা ◈ টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ অব্যাহত, সিদ্ধান্তের অপেক্ষায় মেডিক্যাল বোর্ড ◈ এবার মাহাথির মোহাম্মদ পুলিশ রিপোর্ট করলেন অনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে! ◈ সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা ◈ নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার বাজারে ◈ আফ্রিকা হতে পারে বাংলাদেশের পণ্য রপ্তানির হাব ◈ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ০৪:১৬ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিডনির রেস্তোরাঁয় খাওয়ালেন ভক্ত, বিতর্কের মুখে রোহিত শর্মা, গিল ও রিশাভ পান্ট

স্পোর্টস ডেস্ক : [২] প্রিয়তমা স্ত্রীর সাথে বড়দিন উদযাপন দূরে থাক, দেখাও করতে পারেননি স্টিভ স্মিথ। কারণ দলের সাথে থাকতে হচ্ছে কঠোর বায়োবাবলে। সিডনিতে হুহু করে বাড়ছে করোনা, তাই সফলভাবে সিরিজ আয়োজনে বদ্ধপরিকর ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কোভিড প্রটোকলের কড়াকড়িও বেশি। এরই মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন কয়েকজন ভারতীয় ক্রিকেটার।

[৩] নতুন বছরের প্রথম দিন একটি রেস্তোরাঁয় খেতে যান রোহিত শর্মা, শুবমান গিল, রিশাভ পান্ট ও নবদ্বীপ সাইনি। সিডনিতে থাকা ভারতীয় নভলদ্বীপ সিং তখন সেই রেস্তোরাঁয় বসে আছেন। খেলোয়াড়দের কাছ থেকে দেখার লোভে তিনি নিজের খাওয়া শেষ করেও বাড়তি কিছু খাবার কিনেন।

[৪] রোহিতরা রেস্তোরাঁয় বসে খান প্রায় ১২০ অস্ট্রেলীয় ডলার মূল্যের খাবার। ভারতীয় ঐ ভক্ত সেই খাবারের বিল নিজেই পরিশোধ করে বসেন। তা জানতে পেরে রোহিত আপত্তি জানান। তবে নিজের দেশের সুপারস্টারদের জন্য এতটুকু তো করতেই পারেন- এমন অনুরোধ জানান নভলদ্বীপ। পান্ট নাকি তাকে জড়িয়ে ধরে বলেন, বিল দিতে না দিলে ছবি তুলবেন না। তবে মন গলেনি ঐ ভক্তের। শেষমেশ সবার সাথে নাকি ছবিও তুলেছেন।

[৫] ঐ ভক্ত এমন দাবি করেছেন নিজেই, তার টুইটার অ্যাকাউন্টে। এরপরই প্রশ্ন উঠেছে- বায়োবাবলে থাকা অবস্থায় ভারতীয় ক্রিকেটাররা কী করে রেস্তোরাঁয় গেলেন। রোহিতরা বায়োবাবল ভেঙেছেন বলেও দাবি করছেন কেউ কেউ। তবে এ নিয়ে দায়িত্বশীলদের কেউ এখনো মুখ খুলেননি। রোহিতরা সত্যিই বায়োবাবল ভাঙলে তা বড়সড় প্রভাব রাখতে পারে ৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিডনি টেস্টে। কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় তাই আপাতত দেখার বিষয়। বিডিক্রিকটাইম/ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়