শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনীতে মাদক মামলায় তিন ছাত্রকে নয়টি শর্তে এক বছর বাড়ীতে থাকার সুযোগ

শাহজালাল ভূঞা: [২] ফেনীতে মাদক মামলায় তিনজন ছাত্রকে মাদক সেবন, বহন, বিক্রয়, ধূমপান না করা, মাদক বিরোধী জনসচেতনতা সৃষ্টি, মুক্তিযুদ্ধের ছবি দেখা ও মানুষকে অনুপ্রেরণা দেওয়া, নিজ নিজ বাড়ীতে ফলজ ও বনজ গাছ লাগানো, নিয়মিত লেখাপড়া করাসহ নয়টি শর্তে এক বছর বাড়ীতে থাকার প্রবেসন (সাজা) আদেশ দিয়েছে আদালত।

[৩] সোমবার ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন একটি মাদক মামলায় ১৮ থেকে ১৯ বছর বয়সী তিনজন ছাত্রকে এ প্রবেসন আদেশ দেন। The Probation of Offenders Ordinance,  ১৯৬০ এর ৫ ধারায় প্রবেসন প্রদান করা হয়। তিন ছাত্র হলো, ফেনীর ফুলগাজী উপজেলাধীন পূর্ব বসন্তপুর গ্রামের দেলোয়ার হোসেন জাহিদ, সোহেল ইমাম মামুন (রাজু) ও এমরান হোসেন সাকিব। তাঁরা তিনজনই স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

[৪] আদালত সূত্র জানা, গত ২৭ জুলাই বিজিবি সদস্যরা তাঁদের তিনজনকে মাদকসহ গ্রেপ্তার করেন। এসময় দেলোয়ার হোসেন জাহিদের পকেট থেকে ৮ গ্রাম গাঁজা, সোহেল ইমাম মামুন ওরফে রাজু ও এমরান হোসেন সাকিবের পকেটে একটি করে দুইটি ইয়াবা বড়ি উদ্ধার করে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে ফুলগাজী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।

[৫] ফুলগাজী থানার উপপরিদর্শক (এস.আই) মো. মিজানুর রহমান তদন্ত শেষে তাদের তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত ৭ ডিসেম্বর তারিখে আদালতে অভিযোগ গঠনকালে তিনজন আসামী অনুতপ্ত হয়ে দোষ স্বীকার করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে ফুলগাজী উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রাক দন্ডাদেশ প্রতিবেদন দাখিল করে প্রবেসনের সুপারিশ করেন।

[৬] আদালতের আদেশে আসামীগণকে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক লিখিত আত্মজীবনী ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও জাহানারা ইমাম এর লিখিত ‘একাত্তরের দিনগুলি’ এ দুইটি বই ভালোভাবে পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়