শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনীতে মাদক মামলায় তিন ছাত্রকে নয়টি শর্তে এক বছর বাড়ীতে থাকার সুযোগ

শাহজালাল ভূঞা: [২] ফেনীতে মাদক মামলায় তিনজন ছাত্রকে মাদক সেবন, বহন, বিক্রয়, ধূমপান না করা, মাদক বিরোধী জনসচেতনতা সৃষ্টি, মুক্তিযুদ্ধের ছবি দেখা ও মানুষকে অনুপ্রেরণা দেওয়া, নিজ নিজ বাড়ীতে ফলজ ও বনজ গাছ লাগানো, নিয়মিত লেখাপড়া করাসহ নয়টি শর্তে এক বছর বাড়ীতে থাকার প্রবেসন (সাজা) আদেশ দিয়েছে আদালত।

[৩] সোমবার ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন একটি মাদক মামলায় ১৮ থেকে ১৯ বছর বয়সী তিনজন ছাত্রকে এ প্রবেসন আদেশ দেন। The Probation of Offenders Ordinance,  ১৯৬০ এর ৫ ধারায় প্রবেসন প্রদান করা হয়। তিন ছাত্র হলো, ফেনীর ফুলগাজী উপজেলাধীন পূর্ব বসন্তপুর গ্রামের দেলোয়ার হোসেন জাহিদ, সোহেল ইমাম মামুন (রাজু) ও এমরান হোসেন সাকিব। তাঁরা তিনজনই স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

[৪] আদালত সূত্র জানা, গত ২৭ জুলাই বিজিবি সদস্যরা তাঁদের তিনজনকে মাদকসহ গ্রেপ্তার করেন। এসময় দেলোয়ার হোসেন জাহিদের পকেট থেকে ৮ গ্রাম গাঁজা, সোহেল ইমাম মামুন ওরফে রাজু ও এমরান হোসেন সাকিবের পকেটে একটি করে দুইটি ইয়াবা বড়ি উদ্ধার করে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে ফুলগাজী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।

[৫] ফুলগাজী থানার উপপরিদর্শক (এস.আই) মো. মিজানুর রহমান তদন্ত শেষে তাদের তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত ৭ ডিসেম্বর তারিখে আদালতে অভিযোগ গঠনকালে তিনজন আসামী অনুতপ্ত হয়ে দোষ স্বীকার করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে ফুলগাজী উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রাক দন্ডাদেশ প্রতিবেদন দাখিল করে প্রবেসনের সুপারিশ করেন।

[৬] আদালতের আদেশে আসামীগণকে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক লিখিত আত্মজীবনী ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও জাহানারা ইমাম এর লিখিত ‘একাত্তরের দিনগুলি’ এ দুইটি বই ভালোভাবে পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়