শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ০১:০৮ রাত
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়া প্রতিনিধিঃ [২] জেলার ভ্রাম্যমাণ আদালতের অভিযান অবৈধ ভাবে বালু উত্তোলন করায় মেশিন ভেঙ্গে গুড়িয়ে দেন এবং মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। রোববার বেলা ৪টায় উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌলী মন্ডল ।

[৩] ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন করায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মিল্কিপুর (পাগলা পার),নযআনা মাঝপাড়া (চকগোপাল) এবং গুজিয়া বাজার সংলগ্ন করতোয়া নদী থেকে ডেজার মেশিন, পাইপ এবং বালু উত্তোলনের অন্যান্য সরঞ্জামাদি ভেঙ্গে গুড়িয়ে দেন। কিন্তু বালু উত্তোলনের স্থানে কাউকে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

[৪] এছাড়াও করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলার লক্ষ্যে গুজিয়া বন্দরের সকল ব্যবসায়ী ও জণসাধারণকে সচেতনতা মূলক নির্দেশনা প্রদান করেন এবং মাস্ক পরিধান না করার জন্য এক বেকারি দোকানের মালিক মিজানুর রহমান (৩২), উপজেলার মেদেনীপাড়া গ্রামের মোঃ জালাল উদ্দিন ছেলেকে ৫০০ টাকা জরিমানা করেন। আদালতকে সহযোগীতা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

[৫] শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌলি মন্ডল এ প্রতিবেদক-কে বলেন, অবৈধ বালু উত্তোলন এবং করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্য বিধি মেনে না চলায় এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, অবৈধ বালু মহলে যাহাকে পাওয়া যাবে তাকেই আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়