আল একরাম: [২] ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু ও কোটচাঁদপুর দুইটি পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে নৌকার মাঝি হিসাবে চুড়ান্ত ভাবে মনোনীত হলেন হরিনাকুন্ডু পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন ও কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী।
[৩] বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ নভেম্বর ২০২০ শনিবার সন্ধা সাড়ে ছয়টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপির সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এ সভা অনুষ্ঠিত হয়।
[৪] এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি। পৌরসভা নির্বাচন জেলার হরিনাকুন্ডু পৌর সভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে মো. ফারুক হোসেন ও কোটচাঁদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে শাহাজান আলীর নাম ঘোষণা হয়েছে।
[৫] এদিকে হরিনাকুন্ডু ও কোটচাঁদপুর পৌর এলাকায় এ খবর পৌছামাত্র দলীয় নেতাকর্মীদের মাঝে প্রানচাঞ্চলতা ফিরে এসেছে তারা বলেন নেত্রীর ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীগণ নৌকার জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ রয়েছে। সম্পাদনা: সাদেক আলী