শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফুদ্দিন আহমেদ নুন্নু: করোনাকালের তরুণদের কথা বলছি

সাইফুদ্দিন আহমেদ নুন্নু: তরুণরা সাধারণত স্মার্ট থাকার চেষ্টা করে, স্মার্টলি চলে। নিজেকে সুন্দরভাবে অন্যের কাছে তুলে ধরতে চায়। এটাই তারুণ্যের ধর্ম, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের অধিকাংশই স্মার্টনেসের সজ্ঞাটাই জানে না। জানলে ঠিক নিয়মে মাস্ক পরা ছাড়া কাউকেই পাওয়া যেতো না। যে বাড়িতে একজন মানুষ মৃত্যুবরণ করেছেন, সে বাড়ির মৃত মানুষটিকে শ্রদ্ধাজ্ঞাপন ও পরিবারের মানুষকে সমবেদনা জানাতে লাখ টাকা দামের বিয়ের পোশাকের মতো পোশাক বা ...রঙচঙা, ঝলমলে পোশাক পরে যাওয়া স্মার্টনেস না। এমনটা নির্বোধ, নির্বুদ্ধিতা ছাড়া কিছু না।

এক কথায় ওই বাড়িতে ওই দামি ঝলমলে পোশাক পরা তরুণকে হয় জোঁকার নয়তো সার্কাসের ভাঁড় মনে হবে। একইভাবে আনন্দের, উৎসবের, বিয়ের আয়োজনে রাশভারি কালো পোশাক, তা যতো দামিই হোক, যতো সুন্দরই লাগুক তা পরে যাওয়াটাও তাই। যেখানে যা বেমানান, কাক্সিক্ষত না, অবাঞ্ছিত, সেখানে তা পরে যাওয়া, পরে থাকা স্মার্টনেস না। বরং যেখানে যেমনটা কাম্য তার সর্বোত্তম ব্যবহার, পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী অন্যদের চেয়ে স্বকীয় সৌন্দর্যের সঙ্গে মিলিয়ে চলা, আচরণ করাটাই স্মার্টনেস।

স্মার্ট মানুষেরা তাই করে। এই ঘোর করোনাকালে মাস্কহীন, থুতনীতে মাস্ক ঝুঁলিয়ে রাখা মানুষদের ৫০ শতাংশেরও বেশি তরুণ। তারা দামি পোশাকটা পড়ছে, জুতোটা, হাতের মোবাইলটা, মটরবাইকটাও দামি। হেয়ারস্টাইলটাও লেটেস্ট। কিন্তু মুখে মাস্ক নেই। যারও বা আছে তা আছে থুতনীতে, নয়তো নাকটা হাতির শুড়ের মতো বাইরে লটকানো। তারা স্বাভাবিক সময়ের মতো ফাস্টফুডের দোকানে ঢুকছে, পাড়া, মহল্লার টিস্টলে চা খাচ্ছে, ধুমছে আড্ডা দিচ্ছে, সী বিচের ট্যুরে যাচ্ছে পিকনিক মুডে, হাজার মানুষের মিছিলে, মিটিংয়ে স্লোগান দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে, সিগারেট ফুঁকছে। এই তরুণদের মাস্কের প্রতি এমন অনিহা, উদাসীনতা দায়িত্ববান, সচেতন, প্রকৃত শিক্ষিত মানুষের কাছে তাদের স্মার্ট তরুণ নয়, নির্বোধ, মূর্খ মানুষ হিসেবেই চিত্রিত করছে। সমাজের মানুষের কথা বাদই দিই। নিজ নিজ পরিবারের বাবা-মা, বয়স্ক কাকা-কাকী, দাদা-দাদির প্রতি বিন্দুমাত্র দায়িত্ববোধ তাদের নেই, ভাবনা নেই। তারা হয় করোনা সম্পর্কে কিছুই জানে না, পড়ে না, শুনে না। অথবা জেনে বুঝেই বাড়ির বয়স্ক মানুষদের করোনাঝুঁকি, মৃত্যুঝুঁকিতে ঠেলে দিচ্ছে।

বয়সগত কারণে এসব তরুণদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তারা হয়তো নিজেরাও টের পায় না যে, তারা লক্ষ্মণ, উপসর্গহীন করোনাক্রান্ত মানুষ। অথবা একদিনের হালকা জ্বর জ্বর অনুভূতি, একটু কাশিতেই সব সামলে নিচ্ছে, করোনা বলে ভাবছেই না। কিন্তু সর্বনাশটা করছে বাড়ির বয়স্ক আপনজনদের। এই জাতীয় তরুণেরা এই সময়ের সবচেয়ে ইডিয়ট তরুণ, স্মার্টলেস তরুণ। স্মার্ট তরুণেরা মাস্ক পরে, করোনাকালে পরিবারের বয়স্ক মানুষদের কথা ভেবে নিজেকে সংযত রাখে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়